নিজস্ব প্রতিবেদন: 'গোলিয়োঁ কী রাসলীলা', রাম-লীলা', 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত' সহ একের পর এক হিট, ব্লকবাস্টার ছবি দিয়েছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। এমনকি খুব শীঘ্রই 'দীপবীর' জুটিকে দেখা যাবে কবীর খানের '৮৩' ছবিতে। যেখানে কপিল দেব ও তাঁর স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে 'দীপবীর' জুটিকে। তবে এরই মাঝে শোনা যাচ্ছে দীপিকা নাকি রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করতে অস্বীকার করছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অবাক হচ্ছেন?


'মুম্বই মিরর' সূত্রে খবর দীপিকা নাকি ইতিমধ্যে রণবীরের বিপরীতে তিনটি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। খুব স্বাভাবিকভাবে দিপ্পির এমন ব্যবহারে ভক্তদের প্রশ্ন তবে কি 'দীপবীর'-এর সুখের স্বর্গে কোনও সমস্যা তৈরি হয়েছেন? তবে বিষয়টা এক্কেবারেই তেমন নয়। জানা যাচ্ছে কোনওরকম রাগঢাক নয়, বিনয়ের সঙ্গেই দীপিকা রণবীর সিংয়ের বিপরীতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন। কারণ হিসাবে জানা যাচ্ছে দীপিকা চাইছেন না 'দম্পতি' হিসাবে তাঁদের ইমেজকে বারবার প্রকাশ্যে আনতে। তাতে দর্শকদের কাছে বিষয়টা একঘেয়ে হয়ে যেতে পারে। 


আরও পড়ুন-সম্পর্ক ও আবেগের মিশেলে জীবনের উত্থান-পতনের গল্প বলবে সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী এবং দেব-পাওলি জুটির 'সাঁঝবাতি'



আরও পড়ুন-সিনেমার দুনিয়া থেকে অবসর নিচ্ছেন অমিতাভ বচ্চন?


প্রসঙ্গত, খুব শীঘ্রই দীপিকাকে দেখা যাবে মেঘনা গুলজারের 'ছপাক' ছবিতে। একটি ছবিতে মহাভারতের দ্রৌপদীর ভূমিকাতে দীপিকা অভিনয় করছেন বলে খবর। এমন ঋষি কাপুর সঙ্গেও একটি ছবিতে দিপ্পি ইতিমধ্যেই সই করেছেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে রণবীর সিংকে দেখা যাবে '৮৩'র পর যশরাজ ফিল্মসের ব্যানারে 'জয়েসভাই জোরদার' ছবিতে দেখা যাবে রণবীর সিংকে।