ওয়েব ডেস্ক : প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী চারু রোহতগী। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় বলিউড অভিনেত্রী চারু রোহতগীর। সোমবার ভোররাতে মৃত্যু হয় ‘ইশকজাদে’ খ্যাত ওই অভিনেত্রীর। সোমবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। তবে চারু রোহতগীর মেয়েরা মুম্বইতে এসে পৌঁছলে তবেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : পরনে নীল রঙা গাউন, রূপের ঝলকে ঝলসে দিলেন রাই 


‘ইশকজাদে’-তে অভিনেত্রী পরিণিতি চোপড়ার মায়ের ভূমিকায় অভিনয় করেন চারু। রিল-এর মায়ের মৃত্যুর খবর পাওয়ার পরই শোক প্রকাশ করেন পরিণিতি। চারু রোহতগীর আত্মার শান্তি কামনা করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পরিণিতি লেখেন, ‘ইশকজাদে’-তে তিনি তাঁর মায়ের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছিলেন। এই কঠিন সময়ে চারুর পরিবারের লোক যাতে লড়াইয়ের শক্তি খুঁজে পান, শোকবার্তায় সেই মতও প্রকাশ করেন বলিউডের এই অভিনেত্রী। 


সিনেমার পাশাপাশি ‘লেডিস স্পেশাল’, ‘ইস প্যার কো মে ক্যা নাম দু থ্রি’–র মত বেশ কিছু মেগা সিরিয়ালেও অভিনয় করতে দেখা যায় চারুকে। ‘উত্তরণ’, ‘প্রতিজ্ঞা’, ‘ত্রিদেবিয়া’ সহ টেলিভিশনের একাধিক জনপ্রিয় সিরিয়ালেও দেখা গিয়েছে চারু রোহতগীকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।