বলিউডের এই অভিনেতাকেই পছন্দ শ্রী কন্যার, জানালেন তাঁর ইচ্ছের কথা
কার উপর `ক্রাস` রয়েছে জাহ্নবীর, খোলসা করলেন শ্রীদেবী কন্যা
নিজস্ব প্রতিবেদন : শাহরুখ, সলমন বা আমির নয়, রাজকুমার রাওকে পছন্দ করেন তিনি। ‘বরিলি কি বরফি’ যখন দেখেছিলেন, তখন থেকেই রাজকুমার রাও-কে পছন্দ করতে শুরু করেন। তাই, রাজকুমার রাও-এর সঙ্গে ছবি তুলতে চান এবং তাঁর সঙ্গে সিনেমা করতে চান বলেও জানান জাহ্নবী কাপুর।
আরও পড়ুন : 'ভির দি ওয়েডিং'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে তারার মেলা
তিনি বলেন, রাজকুমার রাও-এর জবরদস্ত ভক্ত তিনি। তাই রাজকুমার রাওয়ের চোখে যাতে তিনি পড়েন, সেই চেষ্টা তিনি করেন বলেও প্রকাশ্যে জানিয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। রাজকুমার রাও-এর পাশাপাশি নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং ধনুষকেও তাঁর বেশ ভাল লাগে বলে জানিয়েছেন শ্রীদেবী কন্যা। অর্থাত, শাহিদ কাপুরের ভাই ঈশান খটটরের বিপরীতে অভিনয় করে বলিউডে ডেবিউ করলেও, জাহ্নবী কাপুরের পছন্দের তালিকার প্রথমেই রয়েছেন রাজকুমার রাও।
আরও পড়ুন : ফুলসজ্জার রাত, কী করছেন ঝুমা বউদি
আমির, সলমন, শাহরুখ-রা না হলেও চলবে, রাজকুমার রাও-এর সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করতে চান বলেও স্পষ্ট জানিয়েছেন ‘ধড়ক’ অভিনেত্রী। সেই সঙ্গে আলিয়া ভাট-কেও বেশ পছন্দ বলেও জানিয়েছেন জাহ্নবী।