ফুলসজ্জার রাত, কী করছেন ঝুমা বউদি, দেখুন

মোনালিসার এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল সাইটে

Updated By: May 30, 2018, 07:21 PM IST
ফুলসজ্জার রাত, কী করছেন ঝুমা বউদি, দেখুন

নিজস্ব প্রতিবেদন : সামনে এল ‘দুপুর ঠাকুরপো’ সিজন টু-এর আরও একটি ভিডিও। যেখানে মোনালিসা ওরফে ঝুমা বউদির ফুলসজ্জার রাতের একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে।

আরও পড়ুন : ভারতীয় সংস্কৃতিকে অসম্মান করছেন সোনাম?

যে ভিডিওতে একদিকে যেমন লাল শাড়ি পরে দেখা যাচ্ছে ঝুমা বউদিকে, তেমনি খোপায় দেখা যাচ্ছে তাঁর ফুলের বাহার। সেই সঙ্গে সিঁথিতে চওড়া করে সিঁদুর পরার পাশাপাশি হাতে আলতার ছোঁয়াও দেখা যায় ঝুমা বউদির। আর সেজেগুজে তিনি যেন অপেক্ষা করে রয়েছেন স্বামীর জন্য। ‘দুপুর ঠাকুরপো’ সিজন টু-এর এই ভিডিওতে যেন আরও বেশি করে মোহময়ী হয়ে উঠেছেন ভোজপুরি অভিনেত্রী মোনালিসা।

আরও পড়ুন : হাতে শাঁখা, পলা, আলতার ছোঁয়া, শাড়িতে অনবদ্য ঝুমা বউদি

দেখুন সেই ভিডিও..

 

 

প্রসঙ্গত ‘দুপুর ঠাকুরপো’-র প্রথম সিজনে ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু, সিজন টু-তে স্বস্তিকার পরিবর্তে আসেন মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস।

.