রণিতা গোস্বামী : অনীক দত্তের (Anik Dutta) 'অপরাজিত' ছবির হাত ধরে হয়ে উঠেছিলেন সত্যজিৎ। আর এবার ভোল বদলে 'তিতুমীর' হয়ে উঠতে চলেছেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)।  হ্যাঁ, ঠিকই শুনছেন। পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের 'তিতুমীর' ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে জিতুকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবিষয়ে জিতু কমলকে জিজ্ঞাসা করা হলে তিনি Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে বলেন, 'আমার আগের ছবির প্রযোজক হাসানদা(ফিরদাউসুল হাসান)র কাছে প্রথমে ছবিটা এসেছিল। উনিই আমাকে পরিচালক দেবদিত্য বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন। জানান ছবির বিষয় তিতুমীর, ওই চরিত্রটিতেই অভিনয়ের প্রস্তাব দেন। এরপর চিত্রনাট্য যখন শুনলাম, তখন সেটা আমার ভীষণ পছন্দ হয়। এক তো অপরাজিত করার পর অনীকদার কাজ, এবং সেই কাজের প্রতিফলন, দর্শকদের প্রশংসা আমায় প্রভাবিত করেছে। আর তারপরই দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় এমন একটা চিত্রনাট্য আমায় শুনিয়েছেন, যেখানে অভিনেতা, পরিচালক, আর্ট ডিরেক্টর, মেকআপ আর্টিস্ট সকলেরই প্রচুর কিছু করণীয় রয়েছে। আর এর জন্যই আমি হ্যাঁ করেছি।' জিতু কমলের কথায়, বাঁশের কেল্লার কথা সকলেরই জানা। স্বাধীনতা সংগ্রামে তিতুমীরের ভূমিকা, ইংরেজ শাসনের বিরুদ্ধে তাঁর লড়াই, সবটাই আমরা জানি। সেটাই আমায় আকর্ষিত করেছে। ছবিতে মীর নাসির আলীর তিতুমীর হয়ে ওঠার কাহিনী উঠে আসবে।'


আরও পড়ুন-'টাকার কাছে বিক্রি হয়ে গেলেন?' সুস্মিতাকে প্রশ্ন তসলিমার



আরও পড়ুন-'বাহ! বড় দাঁও মারলেন ললিতজি, ডাইরেক্ট সুস্মিতা!' কটাক্ষ রাখির


ছবির বিষয়ে পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় বলেন, '২০১৬-১৭ সাল থেকেই এই চিত্রনাট্যটা নিয়ে কাজ শুরু করেছিলাম। শেষপর্যন্ত এখন এটা করা সম্ভব হচ্ছে। ছবিটা বড় স্কেলেই বানাতে চলেছি। এই ছবির বাজেট প্রায় সাড়ে ৫ কোটির কাছাকাছি। তিতুমীরের চরিত্রে মানাবে এবং গ্রহণযোগ্য একজন মুখ খুঁজছিলাম। জিতুকে অপরাজিত ছবিতে দেখার পর আমার মনে হয়েছে ও এটা করতে পারবে। এটার জন্য লাঠি চালনা, ঘোড়ায় চড়া, তরোয়াল চালনা সবই শিখতে হবে জিতুকে। এই ছবিতে ওঁর লুকটা খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর ভিএফএক্স থাকবে। ফাইটমাস্টার হিসাবে থাকছেন রতন বোস এবং মনোহর বর্মা। সেপ্টেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে ওড়িশার বালেশ্বর, বোলপুর এবং এরাজ্যের কিছু জমিদার বাড়িতে। ছবির জন্য আমার সঙ্গে চিত্রনাট্য লিখেছেন পুলক দাস, মেকআপের দায়িত্বে থাকছেন রামচন্দ্র আদক, ক্যামেরায় থাকছেন বিক্রম আনন্দ, সম্পাদনায় থাকছেন সুজয় দত্ত রায়। ছবির প্রযোজক শভজিৎ মণ্ডল, উপস্থাপনায় ফিরদাউসুল হাসান।'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)