Taslima Nasrin : 'টাকার কাছে বিক্রি হয়ে গেলেন?' সুস্মিতাকে প্রশ্ন তসলিমার
'টাকার প্রেমে যাঁরা পড়েন, তাঁদের ওপর থেকে, আমার খুব দ্রুতই শ্রদ্ধা চলে যায়।'
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : সুস্মিতা সেনের (Sushmita Sen) সঙ্গে প্রেম করছেন তিনি। বিয়ে করেননি, তবে সেটাও শীঘ্রই হয়ে যাবে। প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী(Lalit Modi)র এই ঘোষণার পরই শুরু হয়েছে জোর চর্চা। বিনোদন দুনিয়ার চর্চার বিষয় হয়ে উঠেছেন ললিত-সুস্মিতা। এবার এই প্রেম নিয়ে মুখ খুলেছেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)।
স্মৃতির পাতা থেকে প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে তাঁর পরিচয়ের কথা জানিয়েছেন তসলিমা। লিখেছেন, 'সুস্মিতা সেনের সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল। দেখা হয়েছিল অনেক বছর আগে, কলকাতা বিমান বন্দরে। আমাকে জড়িয়ে ধরে তিনি বলেছিলেন ভালোবাসি। আমার চেয়েও দীর্ঘাঙ্গী খুব তো কেউ নেই এ অঞ্চলে, তাই তাঁর পাশে দাঁড়িয়ে নিজেকে হঠাৎ বেঁটে বলে বোধ হয়েছিল। তাঁর সৌন্দর্য থেকে মুগ্ধতার চোখ সহজে সরিয়ে নিতে পারিনি।' তসলিমার কথায়, 'আমার সবচেয়ে ভালো লাগতো সুস্মিতা সেনের ব্যক্তিত্ব। অল্প বয়সেই দুটো মেয়েকে দত্তক নিয়েছেন। ভালো লাগতো তাঁর সততা, সাহসিকতা, সচেতনতা, স্বনির্ভরতা, ভালো লাগতো তাঁর দৃঢ়তা, ঋজুতা।'
আরও পড়ুন-'বাহ! বড় দাঁও মারলেন ললিতজি, ডাইরেক্ট সুস্মিতা!' কটাক্ষ রাখির
আর এরপরই সুস্মিতা-ললিত প্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন তসলিমা। লিখেছন, 'নানা কিসিমের অপরাধে জড়িত অত্যন্ত অনাকর্ষণীয় এক লোকের সঙ্গে সুস্মিতা এখন সময় কাটাচ্ছেন। লোকটি প্রচণ্ড ধনী বলেই কি? তাহলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন তিনি? হতে পারে তিনি প্রেমে পড়েছেন লোকটির। কিন্তু বিশ্বাস হতে চায় না যে তিনি প্রেমে পড়েছেন। টাকার প্রেমে যাঁরা পড়েন, তাঁদের ওপর থেকে, আমার খুব দ্রুতই শ্রদ্ধা চলে যায়।'
এদিকে ললিত মোদীর সঙ্গে তাঁর প্রেম নিয়ে চর্চার মাঝে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দুই মেয়ের সঙ্গে সেলফি তুলে পোস্ট করে সুস্মিতা। কোনও প্রসঙ্গ না টেনে কিছুটা হেঁয়ালি করে লেখেন, 'আমি যেখানে আছি সুখে আছি। বিবাহিত নই, এখানে কোনও আংটির বিষয়ও নেই। শুধুই নিঃশর্ত ভালোবাসায় ঘেরা।' ললিত প্রসঙ্গ না টানলেও তিনি যে সে বিষয়টি নিয়েই কথা বলেছেন তা স্পষ্ট। কারণ, সুস্মিতা লেখেন, 'আমার মনে হয়ে এই মুহূর্তে এই ব্যাখ্যাটাই যথেষ্ঠ। এবার আমি নিজের জীবন ও কাজে ফিরতে চাই।' অভিনেত্রী আরও লিখেছেন, 'আমার সুখ যাঁরা ভাগ করে নেন তাঁদেরকে ধন্যবাদ...এবং যারা করেন না তাঁদেরকে না হয় বাদ দিলাম।'