নিজস্ব প্রতিবেদন:  প্রিয় বান্ধবীর বিয়ে বলে কথা। আর সেখানে হাজির হবেন না জেনিফার, তা কি হয়! হ্যাঁ ঠিকই ধরেছেন। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের কথাই বলা হচ্ছে। 
সম্প্রতি প্রিয় বান্ধবী সাইমন নিকেল ডিক্রুজ-এর বিয়েতে হাজির হন জেনিফার। সেখানে বান্ধবীর সঙ্গী হয়ে সবুজ রঙের গাউন পরে সেখানে হাজির হন করণ সিং গ্রোভারের দ্বিতীয় স্ত্রী।  জেনিফার উইনঙ্গেটের সেই ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ​৮৪-তে সেলিম খান, সালমা খানের সঙ্গে সংসারের মাঝেই হেলেনকে বিয়ে করেন সলমনের বাবা
দেখুন জেনিফার উইনঙ্গেটের সেই ছবি...


 







সম্প্রতি বেহাদ ২-এর শ্যুটিং শুরু করেন জেনিফার। 


আরও পড়ুন :  হাওয়াইতে নেহা শর্মা, অভিনেত্রীর বিকিনি ছবিতে উচ্ছ্বাসের বাঁধ ভাঙল নেট জনতার
প্রথম স্ত্রী শ্রদ্ধা নিগমের সঙ্গে বিচ্ছেদের পর জেনিফার উনঙ্গেটের সঙ্গে গাঁটছড়া বাঁধেন করণ সিং গ্রোভার।  কিন্তু জেনিফারের সঙ্গে বেশিদিন স্থায়ী হয়নি করণের বিয়ে।  ২০১২ সালের ৯ এপ্রিল জেনিফারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন করণ।  কিন্তু বিয়ের পর ২ বছর কাটতে না কাটতেই বিচ্ছেদর হয়ে যায় টেলিভিশনের এই জনপ্রিয় জুটির। 
জেনিফারের সঙ্গে বিচ্ছেদর পর বিপাশা বসুর সঙ্গে তৃতীয় বিয়ে সেরে ফেলেন করণ সিং গ্রোভার।  করণ-বিপাশার সেই বিয়েতে শুভেচ্ছাও জানান জেনিফার।  কিন্তু করণের সঙ্গে বিচ্ছেদর পর এখনও পর্যন্ত কারও সঙ্গে সম্পর্কে জড়াননি টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী।