নিজস্ব প্রতিবেদন: কাজল আগরওয়ালের সঙ্গে 'ডেট' করছেন প্রভাস? সম্প্রতি এমনই গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে।
স্পটবয়-এর খবর অনুযায়ী, সম্প্রতি তেলুগু স্টার কাজল আগরওয়ালের পোশাকআশাক তাঁর বেশ পছন্দ বলে জানান প্রভাস। প্রকাশ্যেই সেই মন্তব্য করেন তিনি। শুধু এখন নয়, এর আগে কেরিয়ারের শুরুতেও কাজলের পোশাক এবং তাঁর অভিনয় বেশ ভাল লাগত বলেও জানান প্রভাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : মা হলেন, প্রসবের সময়ের ছবি শেয়ার করলেন অভিনেত্রী, ভাইরাল হল মুহূর্তে
অন্যদিকে 'সাহো' অভিনেতার প্রশংসাও কাজলের মুখে শোনা যায়। তিনি বলেন, দক্ষিণী সিনেমাকে বিশ্বের দরবারে এক মাত্রায় পৌঁছে দিয়েছেন প্রভাস। পাশাপাশি প্রভাসের অভিনয়ের প্রশংসাও করেন কাজল আগরওয়াল। প্রসঙ্গত, প্রভাসের সঙ্গে জুটি বেঁধে একাধিক সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে কাজলকে। দু'জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্কও অটুট বলে শোনা যায়। যদিও এবার সেই সম্পর্ক অন্যদিকে মোড় নিচ্ছে কি না, সে বিষয়ে চলছে জোর জল্পনা।


 



তবে অনুষ্কা শেঠির সঙ্গে যে প্রভাস সম্পর্কে জড়াননি, তা স্পষ্ট করে দিয়েছেন প্রভাস।