নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের চিকিতসার জন্য এগিয়ে এলেন কমল হাসান। করোনায় আক্রান্ত রোগীদের চিকিতসার জন্য নিজের বাড়িকে প্রাথমিকভাবে অস্থায়ী হাসপাতালে পরিণত করার ইচ্ছা প্রকাশ করেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেতা, রাজনীতিবিদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  : কণিকা কাপুরের সঙ্গে দেখা হওয়ার পরই করোনায় আক্রান্ত প্রিন্স চার্লস? জানুন সত্যি


রিপোর্টে প্রকাশ, মাক্কাল নিধি মায়াম (এমএনএম) নামে রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা কমল হাসান তাঁর দলীয় সহকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে তবেই ইচ্ছার কথা প্রকাশ করেছেন। তবে এখনও পর্যন্ত সরকারের তরফে এ বিষয়ে অনুমতি দেওয়া হয়নি। সরকারের তরফে অনুমোদন পেলে তবেই কমল হাসানের বাসস্থানকে অস্থায়ী হাসপাতালে পরিণত করা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।


দেখুন কম হাসানের ট্যুইট...


 



সম্প্রতি ইন্ডিয়ান টু-এর শ্য়ুটিং সেটে দুর্ঘটনার জেরে বিপাকে পড়েন কমল হাসান, কাজল অগরওয়ালরা। ওই দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়ে এগিয়ে আসেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেতা।