কণিকা কাপুরের সঙ্গে দেখা হওয়ার পরই করোনায় আক্রান্ত প্রিন্স চার্লস? জানুন সত্যি
সমালোচনা করা হচ্ছে বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুরকে নিয়ে
নিজস্ব প্রতিবেদন : লন্ডন থেকে ফেরার কয়েকদিনের মধ্যেই কোভিড ১৯-এ আক্রান্ত হন কণিকা কাপুর। বর্তমানে লখনউয়ের সঞ্জয় গান্ধী হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে। কণিকা কাপুরের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার কয়েকদিন পর জানা যায়, কোভিড ১৯ থাবা বসিয়েছে ব্রিটেনের রাজ পরিবারেও। প্রিন্স চার্লসও আক্রান্ত করোনায়। ভাবছেন, বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুরের সঙ্গে প্রিন্স চার্লসের কী সম্পর্ক!
বিষয়টি খুলেই বলা যাক তাহলে। কণিকা কাপুর এবং প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁদের এক ফ্রেমের একটি ছবি ভাইরাল হতে শুরু করে সামাজিক মাধ্যমে। অনেকেই বিষয়টি নিয়ে ট্রোল করতেও শুরু করেন। অভিযোগ করেন, কণিকা কাপুরের সঙ্গে প্রিন্স চার্লসের দেখা হওয়ার পরই ব্রিটেনের রাজ পরিবারে থাবা বসায় কোভিড ১৯। বিষয়টি নিয়ে যখন সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যায়, সেই সামনে সামনে আসে সত্যিটা।
আরও পড়ুন : করোনায় কাবু কণিকা, পরপর পরীক্ষা, চিকিতসার পর কি ভয় বাড়ল বলিউডের জনপ্রিয় গায়িকার!
রিপোর্টে প্রকাশ, কণিকা কাপুরের সঙ্গে প্রিন্স চার্লসের দেখা হয়েছিল ঠিকই কিন্তু সেটা ২০১৫ সালে। ওই সালে প্রিন্স চার্লস এবং ডাচেস অব কর্নওয়াল ট্রেভেলস টু মাই এলিফ্যান্টস নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ব্রিটেনে। ওই অনুষ্ঠানেই কণিকা কাপুরকে আমন্ত্রণ জানান প্রিন্স চার্লস। সেখানেই বলিউডের জনপ্রিয় গায়িকার সঙ্গে দেখা হয় প্রিন্স চার্লসের। শুধু তাই নয়, ব্রিটেনের রাজ পরিবারের ওই অনুষ্ঠানে প্রিন্স চার্লসের সঙ্গে জমিয়ে আড্ডা দিতেও দেখা যায় কণিকাকে। তাহলে ২০১৫ সালের ঘটনা টেনে এনে এবং সেই ছবি প্রকাশ করে কেন কণিকা কাপুরকে নিয়ে সমালোচনা করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।
প্রসঙ্গত, ভারতের পাশাপাশি লন্ডনে স্থায়ী ঠিকানা রয়েছে কণিকা কাপুরের। ফলে ভারতের পাশাপাশি নিয়মিত লন্ডনে যাতায়াত করেন বলিউডের বেবি ডল গায়িকা।