নিজস্ব প্রতিবেদন : ফের পেজ থ্রির পাতা সরগরম করে তুললেন কঙ্গনা রানাউত। ২০২০ সাল শেষ করে ২০২১-এ 'রানি'-র মতো প্রবেশ করতে চান কঙ্গনা। সেই কারণে এবার নতুন বছর শুরুর আগে নয়া রূপে হাজির হলেন কঙ্গনা। নতুন বছর শুরুর আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন অভিনেত্রী। যেখানে কঙ্গনা তাঁর জুতোর সম্ভার নিয়ে হাজির হন। ২০২১ সালে যাতে তিনি যাতে রানির মতো প্রবেশ করতে পারেন, সেই আশা প্রকাশ করেন কঙ্গনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখুন...


 



কঙ্গনা রানউতের সাজগোজের সম্ভার যখন প্রকাশ্যে আসে, তখনই তাঁর ভক্তরা খুশি হয়ে যান এবং অভিনেত্রীর উপর ভালবাসা প্রকাশ করেন।


এদিকে ২০২১ সালের শুরুর সকালে ফের একটি নতুন ভিডিয়ো নিয়ে হাজির হন কঙ্গনা রানাউত। যেখানে তাঁর পরবর্তী ছবি 'ধাকড়'-এর টিমের তরফে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি ২০২১ সাল যাতে প্রত্যেকে ভালভাবে কাটান এবং খুশি থাকেন, সেই আশাও প্রকাশ করেন কঙ্গনা।


আরও পড়ুন  : ​বছর শেষে মাঝ রাস্তায় গাড়ি নিয়ে ছুটছেন শ্রীলেখা, ভাইরাল অভিনেত্রীর ভিডিয়ো



২০২০ সালে গোটা বছর ধরে বিতর্ক ঘিরে রাখে কঙ্গনা রানাউতকে। কখনও বলিউডর একাংশের বিরুদ্ধে স্বজনপোষেণের অভিযোগ নিয়ে সরব হন তিনি। আবার কখনও বি টাউনের একাংশের বিরুদ্ধে মাদক চক্রে জড়িয়ে থাকার অভিযোগ নিয়ে সরব হন। আবার কখনও হৃত্বিক রোশনের সঙ্গে পুরনো সম্পর্কের জের টেনে জাভেদ আখতারের বিরুদ্ধে সরব হন কঙ্গনা। হৃত্বিক-সহ রোশন পরিবারের বিরুদ্ধে মুখ খুললে কঙ্গনার কেরিয়ার নষ্ঠ হয়ে যেতে পারে বলে নাকি অভিনেত্রীকে হুমকি দেন জাভেদ আখতার। যার জেরে কঙ্গনার বিরুদ্ধে সরাসরি মানহানির মামলা করেন জাভেদ আখতার।