Kangana-Alia:`এক শিশুর যৌনকর্মীকে নকল করা কি উচিত?` আলিয়াকে নকল করে কঙ্গনার তোপের মুখে,ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নিজস্ব প্রতিবেদন: তাঁকে ঘিরে যত না বিতর্ক তৈরি হয়, তিনি নিজেই নানা বিষয়ে মন্তব্য করে তার থেকে বেশি বিতর্ক তৈরি করেন, তিনি কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। সম্প্রতি তাঁর তোপের মুখে পড়েছে একটি ছোট্ট বাচ্চা। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Bhansali) ছবি 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'র(Gangubai Kathiawadi) ট্রেলার। হুসেন জাইদির উপন্যাস 'মাফিয়া কুইনস অফ মুম্বই' অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। কাথিয়াওয়াড়ির মেয়ে গঙ্গা হরজীবনদাসের কাহিনি উঠে এসেছে এই ছবিতে, যিনি গঙ্গুবাই নামে পরিচিত। সেই চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট (Alia Bhatt)।
ট্রেলারেই প্রশংসা কুড়িয়ে নিয়েছেন আলিয়া। লুক থেকে শরীরী ভাষা সবেতেই বাজিমাত তাঁর। সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও, সেখানে গঙ্গুবাই আলিয়াকে নকল করছে একটি বাচ্চা। সেই ভিডিওটি দেখেই প্রশ্ন তুলেছেন অভিনেতা। কঙ্গনা বলেন, ভিডিওতে বাচ্চাটি যে চরিত্রকে নকল করেছে তা এক যৌনকর্মীর চরিত্র, যা একটি শিশুর জন্য একেবারেই যথার্থ নয়। কঙ্গনা তাঁর পোস্টে ট্যাগ করেছেন নারী ও শিশু কল্যান মন্ত্রকের মন্ত্রী স্মৃতি ইরানিকে। অভিনেতা লেখেন, 'মুখে বিড়ি দিয়ে যে সংলাপ বাচ্চাটি বলছে তা যৌনকর্মীদের মতো, একজন শিশুর ক্ষেত্রে কি এটা যথাযথ? ওর শরীরী ভাষা দেখুন,এই বয়সে একটি শিশুকে এভাবে পেশ করা কি ঠিক? এভাবেই হাজারও শিশুকে ব্যবহার করা হয়।'
সঞ্জয় লীলা বনশালির এই ছবিকে নিয়ে প্রথম থেকেই তৈরি হয়েছে নানা বিতর্ক। ছয়ের দশকের মুম্বইয়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। কাঁথিয়াওয়াড়ের এই গল্পের নায়িকা গঙ্গুবাই। ট্রেলার প্রকাশ থেকেই এই ছবি ঘিরে শুরু চর্চা। আগামী ২ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।