নিজস্ব প্রতিবেদন : মন্দির তৈরি করার ইচ্ছা প্রকাশ করলেন কঙ্গনা রানাউত। অভিনেত্রী বলেন, মা দুর্গা তাঁকে বেছে নিয়েছেন মন্দির তৈরির জন্য। কোনও না কোনওদিন তিনি অবশ্যই মা দুর্গার মন্দির তৈরি করবেন বলে ইচ্ছা প্রকাশ করেন কঙ্গনা। নিজের ট্যুইটার হ্যান্ডেলে মন্দির তৈরির আশা প্রকাশ করেন বলিউড কুইন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : দাদু হলেন মুকেশ আম্বানি, নাতিকে কোলে নিয়ে ভাইরাল হল শিল্পপতির ছবি


থালাইভির শ্যুটিং নিয়ে ব্যস্ত কঙ্গনা রানাউত। থালাইভির শ্যুটিংয়ের জন্য বর্তমানে হায়দরাবাদে রয়েছেন অভিনেত্রী। থালাইভির শ্যুটিং করতে গিয়ে হায়দরাবাদের হোটেলে সঞ্জয় দত্তের সঙ্গে দেখা করেন কঙ্গনা। সেই ছবিও প্রকাশ করেন তিনি।


 



হায়দরাবাদে থাকাকালীনই কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বলিউড কুইন। দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিক্ষোভরত বিলকিস  বানো দাদি কৃষক আন্দোলনের সঙ্গে ফের যুক্ত হয়েছেন বলে মন্তব্য করেন কঙ্গনা। অভিনেত্রীর ওই মন্তব্যের পর ফুঁসে ওঠেন দিলজিৎ দোসাঞ্জ। মহিন্দর কউরকে কেন বিলকিস বানো দাদি বলে সম্মোধন করলেন অভিনেত্রী, তা নিয়ে প্রশ্ন তোলেন দিলজিৎ। এরপরই গুড নিউজ অভিনেতার সঙ্গে বাকযুদ্ধে জড়ান কঙ্গনা। যা নিয়ে সরগরম হয়ে ওঠে সংবাদমাধ্যমে পাতা। 


কৃষক আন্দোলনের প্রেক্ষিতে দিলজিৎকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়ান প্রিয়াঙ্কা চোপড়া, সোনু সুদরা।