জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা ধারাবাহিকের(Tv Serial) গল্প থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে প্রায়শই দর্শকের ও নেটিজেনদের কটাক্ষের মুখে পড়ে ধারাবাহিকের নির্মাতারা। তবে এবার আর সমালোচনা নয়, কার্যত নিন্দার ঝড় উঠেছে। গার্হস্থ্য হিংসার প্রতিচ্ছবি দেখাতে দেখাতে তা এবার সবকিছু ছাপিয়ে যাচ্ছে বলে মত দর্শকদের একাংশের। সদ্য বিবাহিতা স্ত্রীকে যেভাবে অত্যাচা র করছে রূপ তাতে করে নিন্দার ঝড় নেটপাড়ায়। সমাজে খারাপ প্রভাব ফেলছে, সিরিয়ালের বিরুদ্ধে নিন্দার ঝড়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Chorki in India: ওপার বাংলার 'চরকি' এবার ভারতে, টলিউডে তৈরি করবে ৩০ কনটেন্ট


শিমুলের শাশুড়ি তাকে বুঝিয়ে স্বামীর ঘরে পাঠায়। বলে স্বামীর ঘর না করলে নাকি স্বামীর ওর প্রতি টান জন্মাবে না। শাশুড়ির কথা শুনে পরাগের ঘরে আসে শিমুল। ওকে আবারও নোংরা কথা বলতে শুরু করে। মারার চেষ্টাও করে। শিমুল বাধা দিলে একপ্রকার ক্ষেপে ওঠে পরাগ। ঠেলে ফেলে দেয়। মাথা ফেটে যায় শিমুলের। সেও ছাড়ার পাত্রী নয়, পরিস্কার জানিয়ে দেয় বরের অত্যাচারের বিরুদ্ধে সে পুলিসে যাবে।


তবে এই পর্ব দেখার পরই একপ্রকার বিরক্ত হয়ে যান দর্শকরা। বন্ধুত্বের গল্প বলবে বলেই প্রথম প্রোমোতে দেখিয়েছিল এই ধারাবাহিক। বন্ধুত্বের গল্প বদলে হয়ে যায় শ্বশুর বাড়ির অত্যাচার ও তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প।  সম্প্রতি ধারাবাহিকে যখা গেল যায়, শিমুলের শাশুড়ির দুঃখ করতে করতে শিমুলের সামনে অনেকটাই বলে ফেলেন নিজের অত্যাচারের কাহিনি। শিমূল বুঝতে পারে কেন তার শাশুড়ি এতটা কষ্ট দেয় তাকে? তাই ধীরে ধীরে সম্পর্ক নরম হতে শুরু করে তাদের সম্পর্ক। 


প্রথম থেকেই স্ত্রী-র উপর অত্যাচার করে পরাগ। সে কারণেই ননদের ঘরে এসে রাতে থাকতে শুরু করে শিমুল। তবে সেই শাশুড়ির কথা মেনেই বরের ঘরে গিয়েছিল শিমুল। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় অন্যকাহিনি। এই দৃশ্যের ছবি স্যোশাল মিডিয়ায় আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ওঠে সমালোচনার ঝড়। বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। এমনকী ধারাবাহিককে বয়কটও করছেন নেটিজেনদের একাংশ। 



আরও পড়ুন, Amitabh Bachchan: 'বিভ্রান্তিকর' বিজ্ঞাপন, ১০ লক্ষ টাকা জরিমানা হতে পারে বিগ বি-র!


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)