নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর 'স্বজনপোষণ' (Nepotism) বিতর্কে যাঁর নাম সবথেকে বেশি আলোচনায় উঠে এসেছে, তিনি হলেন করণ জোহর। সুশান্তের মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত আক্রমণের মুখে পড়েছেন করণ। মিলেছে একের পর এক হুমকি। আর এতেই নাকি করণ মানসিকভাবে বিপর্যস্ত বলে জানাচ্ছেন তাঁর ঘনিষ্ঠ এক বন্ধু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'বলিউড হাঙ্গামা'র প্রতিবেদন অনুসারে করণের ঘনিষ্ঠ বন্ধু জানাচ্ছেন, ''সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়ার ঘটনা করণের কাছে নতুন নয়। ও ভেবেছিল এধরনের আক্রমণের কথা শুনতে শুনতে ওর চামড়া মোটা হয়ে গিয়েছে। তবে সুশান্তের মৃত্যুর পর ওকে প্রতিনিয়ত যেভাবে জঘন্য আক্রমণের মুখ পড়তে হচ্ছে, তাতে ও ভেঙে পড়েছে। আর শুধু করণই নয়, করণ ঘনিষ্ঠ সকলকেই আক্রমণের মুখ পড়তে হচ্ছে, আর এতেই ও অপরাধবোধে ভুগছে। এমনকি করণের ৩ বছরের দুই জমজ সন্তানকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। অনন্যা পান্ডে, যাঁর সঙ্গে সুশান্তের কোনও যোগাযোগই নেই, তাঁকেও আত্মহত্যা করতে বলা হচ্ছে।''


আরও পড়ুন-সাংসদ হওয়ার পর প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন মিমি-নুসরত, প্রকাশ্যে ছবির পোস্টার



আরও পড়ুন-'শরীরের মধ্যে বেড়ে উঠছে নতুন প্রাণ, এটাই জীবনের বড় উপহার', লিখলেন শুভশ্রী


করণ কি সুশান্তকে নিয়ে কোনও বক্তব্য রাখবেন? এর উত্তরে বলিউডের পরিচালক, প্রযোজকের বন্ধু বলেন, ''কখনওই নয়, ওকে আইনজীবী পরামর্শ দিয়েছেন, এই সময় চুপ থাকাটাই ভালো। আর তাছাড়া করণ এই মুহূর্তে কথা বলার পরিস্থিতিতেই নেই। ও লড়াই করার ক্ষমতা হারিয়েছে। ও নিয়তির পরিহাসের শিকার। যখন আমি ওকে ফোন করেছিলাম, ও কান্নায় ভেঙে পড়েছিল। ও ক্রমাগত কাঁদছে আর প্রশ্ন করছে ও এসবের কি যোগ্য? ''


প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর লাগাতার আক্রমণের মুখে পড়ে টুইটারে তিন তারকা বাদে বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, অনন্যা পান্ডে সহ বাকি সকলকেই আনফলো করে দিয়েছেন করণ জোহর পাশাপাশি মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালের (MAMI) এর বোর্ড থেকে ইস্তফাও দিয়েছেন করণ।