`প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই অনুপ্রেরণা`, ২০২১-এর স্বাধীনতা দিবসের পরিকল্পনা জানালেন করণ
এই উদ্যোগে অনুপ্রেরণা হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতেও ভোলেননি করণ।
নিজস্ব প্রতিবেদন : তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই, বলিউডে স্বজনপোষণ থেকে মাদককাণ্ড, সবেতেই উঠে এসেছে তাঁর নাম। তাঁকে নিয়ে বিতর্ক এখনও থামেনি। তারই মাঝে শুক্রবার আগামী বছর ৭৫তম স্বাধীনতা দিবস পালনের পরিকল্পনার কথা জানিয়ে টুইট করলেন বলিউডের পরিচালক, প্রযোজক। এখানেই শেষ নেয় এই উদ্যোগে অনুপ্রেরণা হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতেও ভোলেননি করণ।
গান্ধী জয়ন্তি দিন (২ অক্টোবর) বলিউডের শিল্পী মহলের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের পরিকল্পনার কথা জনিয়েছেন করণ। সেই টুই করণ জোহর ট্যাগ করেছেন রাজকুমার হিরানি, একতা কাপুর, আনন্দ এল রাই, সাজিদ নদিয়াদওয়ালা, রোহিত শেঠি এবং দীনেশ বিজন-কে। করণের টুইট থেকে জানা যাচ্ছে "বীরত্ব, মূল্যবোধ এবং ভারতের সংস্কৃতি নিয়েই অনুপ্রেরণামূলক কিছু তৈরি করতে চলেছেন তাঁরা।
আরও পড়ুন-ফিরছে ছোটবেলার প্রিয় 'শক্তিমান', ভারতের প্রথম সুপার হিরোকে নিয়ে তৈরি হবে ৩টি সিনেমা
২ অক্টোবর ১৫১তম জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন কঙ্গনা রানাউত, কাজল, দিশা পাটানি, সিদ্ধার্থ মালহোত্র, করিনা কাপুর, অর্জুন কাপুর সহ আরও অনেক বলি তারকা। গত বছর অবশ্য পরিচালক রাজকুমার হিরানি গান্ধী জয়ন্তিতে 'বাপু'কে শ্রদ্ধা জানাতে একটি বিশেষ ভিডিয়ো বানিয়েছিলেন।
আরও পড়ুন-SOS KOLKATA-র টিজারে অ্যাকশন দৃশ্যে নজর কাড়লেন নুসরত, দেখ মিলল যশ-মিমির