নিজস্ব প্রতিবেদন : ​আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই করিনার জীবনে আসছে আরও এক খুদে সদস্য। যা নিয়ে ইতিমধ্যেই পেজ থ্রির পাতা সরগরম হয়ে উঠতে শুরু করেছে। দ্বিতীয়বার মা হওয়ার আগে এবার নতুন করে ফটোশ্যুট করলেন করিনা কাপুর খান। যেখানে সাদা রঙের গাউন পরে ক্যামেরার সামনে হাজির হন অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই সেই ভিডিয়ো শেয়ার করেন করিনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখুন...



সম্প্রতি সইফ আলি খানকে দেখা যায় বিভিন্ন জিনিসপত্র নিয়ে মুম্বইতে নিজের বাড়িতে যেতে। নতুন সদস্য আসার আগে সইফ, করিনা যে নিজের বাড়ি গুছিয়ে নিতে শুরু করেন, তা স্পষ্ট। আর কয়েক ঘণ্টার মধ্যেই যে তৈমুর দাদা হতে চলেছে, সেই খুশিতে ডগমগ সইফ, করিনা। যদিও নির্দিষ্ট সময় জানানো হয়নি। প্রসঙ্গত রণধীর কাপুর সম্প্রতি জানান, ১৫ ফেব্রুয়ারির আশপাশে করিনার কোলে দ্বিতীয় সন্তান আসতে চলেছে। সেই অনুযায়ী সইফের বোন সাবা আলি খানও জোর কদমে কাউন্টডাউন শুরু করে দেন। শুক্রবার তৈমুরকে নিয়ে বাড়ির বাইরে বের হতে দেখা যায় করিনাকে। মা-ছেলেকে একসঙ্গে দেখে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে।


আরও পড়ুন : আইটেম নম্বরে আপত্তি, Aamir-র শোয়ে Kangana-র প্রতিবাদ


সম্প্রতি রাজীব কাপুরের মৃত্যুর পর আর কে বাংলোয় দেখা যায় করিনাকে। রাজীব কাপুরের মৃত্যুর দিন করিনাকে সেখানে দেখা গেলেও, কাকার শ্রাদ্ধের অনুষ্ঠানে চোখে পড়েনি বেবোর উপস্থিতি। রাজীব কাপুরের মৃত্যুর ৫ দিন পর বাবার জন্মদিনে হাজির হন করিনা। যা নিয়ে নেট জনতার একাংশের কটাক্ষের মুখে পড়েন বেবো। রাজীব কাপুরের মৃত্যুর ৫ দিনের মধ্যে করিনা, রণবীররা কীভাবে পার্টি করলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এমনকী, রাজীব কাপুরের মৃত্যুর ৫ দিনের মধ্যে করিনারা যেভাবে পার্টি করেন, তার জেরে প্রত্যেককে লাজলজ্জাহীন, হৃদয়হীন বলে কটাক্ষ করেন অনেকে।