নিজস্ব প্রতিবেদন : মেন্টালহুড ওয়েব সিরিজ দিয়ে ইতিমধ্যেই পর্দায় ফিরেছেন করিশ্মা কাপুর। এবার বড়পর্দাতেও ফিরতে চলেছেন তিনি। বোন করিনার সঙ্গে জুটি বেঁধে জুবেদার সিকুয়েলে করিশ্মা কাজ করতে চলেছেন বলেই শোনা যাচ্ছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০১ সালে মুক্তি পেয়েছিল শ্যাম বেনেগাল পরিচালিত ছবি জুবেদা। ছবিটি জাতীয় পুরস্কারও পায়। ছবিতে করিশ্মা ছাড়াও দেখা গিয়েছিল রেখা, মনোজ বাজপেয়ী, শক্তি কাপুর, ফরিদা জালাল, সুরেখা সিক্রি সহ আরও অনেকে। 'জুবেদা' ছবিতে করিশ্মার অভিনয় নজর কেড়েছিল। পিঙ্কভিলা সূত্রে খবর, লেখক ও সিনেমা নির্দেশক খালিদ মহম্মদ 'The Imperfect Prince' বলে একটি উপন্যাস নিয়ে কাজ করছেন। যেটি 'জুবেদা' সিকুয়েল হিসাবে আসতে চলেছে বলে খবর। খালিদ মহম্মদ নিজেই 'জুবেদা' ছবির সিকুয়েলে দুই বোন করিশ্মা ও করিনা কাপুরকে কেন্দ্রীয় ভূমিকায় দেখতে চাইছেন বলে খবর।


আরও পড়ুন-ছোট্ট আদিদেব-এর ভিডিয়ো শেয়ার করলেন সুদীপা চট্টোপাধ্যায়



একটি বিনোদন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে করিশ্মা-করিনাকে মাথায় রেখেই 'রুতবা'র চিত্রনাট্য লিখছেন খালিদ মহম্মদ। জানা যাচ্ছে ছবির কেন্দ্রীয় ভূমিকায় থাকছেন করিনা কাপুর। যাঁকে কিনা তাঁর মায়ের মৃত্যু রহস্যের তদন্ত করতে দেখা যাবে। ছবির ফ্ল্যাশব্যাকে দেখা যাবে করিশ্মা কাপুরকে। 


আরও পড়ুন-কোপে পড়লে বুঝতে হবে, ঢিলটা ঠিক জায়গায় পড়েছে : অনীক দত্ত




তবে ছবিতে করিশ্মা-করিনা ছাড়াও অনিল কাপুর, রেখাকেও দেখা যেতে পারে বলে খবর। প্রসঙ্গত পর্দার বাইরে দুই বোন করিশ্মা-করিনার সম্পর্ক কিন্তু বেশ ভালো। এবার পর্দায় দুই বোনের রসায়ন কতটা ধরা পড়ে এখন সেটাই দেখার।


আরও পড়ুন-অ্যাসিড আক্রান্ত বাঙালি কন্যা সঞ্চয়িতার বিয়ে দিলেন শাহরুখ