ওয়েব ডেস্ক: ফের রাজপুত করনি সেনার বিক্ষোভের মুখে সঞ্জয় লীলা বনশালির '‍পদ্মাবতী'‍। রাজস্থানের জয়পুরে পোড়ানো হল পদ্মাবতীর পোস্টার। করনি সেনার দাবি সিনেমা মুক্তির আগে অবশ্যই তাঁদেরকে পুরো সিনেমা দেখাতে হবে, নচেৎ রাজস্থানে সিনেমা মুক্তি পেতে দেওয়া হবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করণি সেনার জয়পুর জেলার সভাপতি নারায়ণ দিবরালার দাবি, '‍'‍সিনেমা মুক্তির আগে সেটি তাঁদেরকে দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। অথচ এখনও প‌র্যন্ত সিনেমাটা তাঁদের দেখানো হল না। এমনকি ফিল্মের পোস্টারও দেখানো হয়নি।'‍'‍


নারায়ণ দিবরালা আরও বলেন, '‍'‍‌যতক্ষণ না প‌র্যন্ত আমরা নিশ্চিত হচ্ছি ‌যে, সিনেমাটিতে ইতিহাস বিকৃত করা হয়নি, বা রাজপুত বা হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়নি ততক্ষণ প‌র্যন্ত সিনেমাটি মুক্তি পেতে দেওয়া হবে না। শেষবার সঞ্জয়লীলা বনশালি চড় খেয়েছিলেন, এবার তাঁদের কথা না রাখা হলে বিষয়টি আরও খারাপ হবে।'‍'‍


প্রসঙ্গত, ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে দীপিকা-রণবীর অভিনীত '‍পদ্মাবতী'র।


এর আগে '‍পদ্মাবতী'র শ্যুটিং চলাকালীনই করনি সেনা দাবি করে সিনেমাতে রানি পদ্মিনী ও আলাউদ্দিন খিলজির ‌যে প্রেম দেখানোর কথা বলা হচ্ছে তা ইতিহাস বিরুদ্ধ। রাজস্থানে সিনেমার সেটে ভাঙচুরও চালায় রাজপুত করনি সেনার লোকজন।



আরও পড়ুুন- প্রকাশ পেল পদ্মাবতীর প্রথম পোস্টার, দেখুন কেমন লাগছে দীপিকাকে