শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায় : করোনা আক্রান্ত কোয়েল ও রঞ্জিত মল্লিক সহ তাঁর পরিবারের ৪জন। আর এখবর নিজেই টুইট করে জানিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসার সঙ্গে সকলের একটাই প্রশ্ন কোয়েলের সন্তান সুস্থ রয়েছে তো?  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবিষয়ে কোয়েল মল্লিকের স্বামী তথা সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানের সঙ্গে যোগাযোগ করা হয়। রানে জানান, ''তিনদিন আগে জ্বর ও সর্দিকাশির জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলাম। চিকিৎসক নিয়ম মেনে আমায় COVID-19 টেস্ট করাতে বলেন। আমি টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। এরপর, আমাদের শিশু সন্তান, কোয়েল ও তাঁর বাড়ির অন্যান্য সদস্যদেরও COVID-19 টেস্ট করানোর হয়। কোয়েল, দীপা মল্লিক, রঞ্জিত মল্লিকের রিপোর্টেও করোনা পজিটিভ আসে। তবে আমার আর কোয়েলের সন্তান সুস্থ রয়েছে। ওর রিপোর্ট নেগেটিভ। এমনকি আমার বাবা-মায়ের রিপোর্টও নেগেটিভ এসেছে। এই মুহূর্তে আমার ও কোয়েলের শিশু সন্তান আমার বাবা-মায়ের দেখাশোনায় রয়েছে।''


আরও পড়ুন-'মুক্ত সমাজ'-এর ব্যাখ্যা দিয়ে সোশ্যালে আক্রমণের মুখে মহেশ ভাট



জানা যাচ্ছে, এখন নিসপাল সিং রানে ও কোয়েল তাঁদের বালিগঞ্জের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন। রঞ্জিত মল্লিককে ফোন করা হলে তিনি জানান, ''এটা লুকোচুরির বিষয় নয়। মানুষের সচেতন হওয়া দরকার, তাই আমরাও বিষয়টা সকলকে জানিয়েছি। কেউ যদি কোনওভাবে অসুস্থবোধ করেন, চিকিৎসকের পরামর্শ নিন। সেই মতো চলুন। আমি এবং আমার স্ত্রী গলফ ক্লাব রোডের বাড়িতে রয়েছি, আর কোয়েল নিসপাল রয়েছে বালিগঞ্জের বাড়িতে। তবে কোয়েলের সন্তান সুস্থ রয়েছে। আশাকরি সবাই সুস্থ হয়ে যাবে।''



প্রসঙ্গত, গত ৫ মে পুত্র সন্তানের জন্ম দেন কোয়েল মল্লিক। এই সুখবর নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানিয়েছিলেন অভিনেত্রী।


আরও পড়ুন-করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক, কোয়ারেন্টিনে অভিনেত্রীর পরিবারের ৪ জন