'মুক্ত সমাজ'-এর ব্যাখ্যা দিয়ে সোশ্যালে আক্রমণের মুখে মহেশ ভাট
Jul 10, 2020, 21:27 PM IST
1/7
''যেখানে বিরুদ্ধ মতামত প্রকাশ করেও নিরাপদে থাকা যায়, সেটাই আমার কাছে মুক্ত সমাজ''। অ্যাডলাই স্টিভেনসনের মতামত নিজের টুইটার হ্যান্ডেলে তুলে ধরেছেন মহেশ ভাট। শুক্রবার টুইটারে এই উক্তিটি তুলে ধরার পরই নেটিজেনদের আক্রমণের মুখে পড়তে হল মহেশ ভাটকে।
2/7
মণীষ কৃষ্ণা আনন্দ বলে এক ব্যক্তি লিখেছেন, ''আমি স্বাধীনচেতা সিনেমা, সিনেমাজগত বলতে বুঝি যেখানে বহিরাহতরাও নিরাপদ হবে।, কোনও গড ফাদার থাকবে না।''
photos
TRENDING NOW
3/7
সবরিনা আহমেদ বলে এক ব্যক্তি লিখেছেন, ''আমরা এমন একটা সমাজে বাসকরি, যেখানে খোলা মনের সংবেদনশীল, প্রতিভাবান মানুষকে পাগল বলে তকমা দেওয়া হয়। আর আত্মকেন্দ্রীক মানুষ আর উৎপীড়কে স্বাভাবিক মনে করা হয়।''
4/7
প্রভাত মিশ্রা বলে এক ব্যক্তি লিখেছেন, ''আমার কাছে মুক্ত সমাজ বলতে বোঝায়, যেখানে খুনিরা তাঁদের সেলিব্রিটি স্টেটাস নিয়ে দিব্যি ঘোরাফেরা করে, আর জনসাধারণ তাঁদের নীচে নামিয়ে আনে। আর তাঁরা তাঁদের বিশ্বাস আর কষ্ট করে অর্জন করা অর্থ চুরি করে। কী এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না? ''
5/7
অদিতি মিশ্রা বলে এক ব্যক্তি লিখেছেন, ''তা বলিউড সমাজ নাকি স্বজনপোষণের সমাজ, আপনি কোনটা গ্রহণ করছেন? ''
6/7
রকি ওয়াইল্ডার বলে এক ব্যক্তি লিখেছেন, ''আপনার সেখানে লুকিয়ে পড়া উচিত, যেখানে আপনাকে কেউ চেনে না। কিন্তু আপনি এতটাই নির্লজ্জ, যে সেখানে গিয়েও স্বজনপোষণ শুরু করে দেবেন।''
7/7
সুমিত কুমার সিং বলে এক ব্যক্তি মহেশ ভাটকে কটাক্ষ করে লিখেছেন, ''আপনার কাছে মুক্ত সমাজ বলে একজন নতুন অভিনেতাকে আপনি আপনার ছবিতে কাজ করানো। আর আপনার মেয়ের মতে সেটা লঞ্চ করা।''