নিজস্ব প্রতিবেদন: NRS-এর জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের উপর আক্রমণের ঘটনায় রণক্ষেত্র গোটা রাজ্য। ঘটনায় বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মবিরতিতে বসেছেন জুনিয়র ডাক্তাররা। বেহাল অবস্থা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার। সোশ্যাল মিডিয়াতেও উঠেছে প্রতিবাদের ঝড়। জুনিয়র চিকিৎসকের উপর এধরনের হামলার প্রতিবাদে মুখ খুলেছেন অনেকেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইট ছুঁড়ে জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় সরব টালিগঞ্জের বেশকিছু ব্যক্তিত্বও। নিজের টুইটার হ্যান্ডেলে ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় লিখেছেন, ''তোমায় চিনি না, তবু বলছি, দ্রুত ভালো হয়ে ওঠো তুমি l নাগরিক হিসেবে লজ্জিত লাগছে খুব l কার হয়ে জানি না, তবু ক্ষমাপ্রার্থী আমরা l
আজকাল কোথাকার রাগ কোথায় প্রকাশ করছে মানুষ!!! ছিঃ!!!''


আরও পড়ুন-নুসরতের বিয়ে উপলক্ষ্যে সেজে উঠেছে অভিনেত্রীর পার্ক সার্কাসের বাড়ি



জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন নিজের ফেসবুকে লিখেছেন, '' লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, বন্ধু (পরিবহ মুখোপাধ্যায়) তোমার দ্রুত আরোগ্য কামনা করি।''



তবে সাধারণ মানুষের কথা ভেবে চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়।



রোগী মৃত্যুকে কেন্দ্র করে সোমবার রাতে রণক্ষেত্রের চেহারা নেয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ। রোগীর বাড়ির আত্মীয়দের হাতে নিগৃহীত হন জুনিয়র ডাক্তাররা। রোগীর আত্মীয়দের ছোঁড়া ইটে মাথা ফেটে যায় জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের। তাঁর করোটির সামনে ডানদিকের হাড় ভেঙে যায়। ইন্সস্টিটিউট অফ নিউরো সায়েন্সে ভর্তি রয়েছেন পরিবহ মুখোপাধ্যায়। মঙ্গলবার পাঁচ চিকিত্সকের দল তাঁর মাথার অস্ত্রোপচার করেছেন। তিনি আপাতত স্থিতিশীল। তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষনে রাখা হয়েছে। এদিকে পরিবহ ছাড়াও ঘটনায় গুরুতর আহত হন আরও এক জুনিয়র ডাক্তার।


আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় মেয়ে নাইসাকে আক্রমণ, রেগে গেলেন অজয়