নিজস্ব প্রতিবেদন : ​ফের মৃত্যু টেলি টাউনে। চলে গেলেন কুমকুম ভাগ্য-খ্যাত অভিনেত্রী জারিনা রোশন খান। হৃদযন্ত্র বিকল হয়েই মাত্র ৫৪-তে চলে গেলেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী। জারিনার মৃত্যুতে শোকের ছাড়া নেমে এসেছে গোটা টেলি টাউনে। জারিনা রোশনের মৃত্যুতে শোক প্রকাশ করেন সাব্বির ওলুওয়ালিয়া, স্মৃতি ঝা, ম্রুনাল ঠাকুররা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : সুশান্তের মৃত্যু:মাদক যোগে গ্রেফতার অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলার দাদা




কুমকুম ভাগ্যের পাশাপাশি ইয়ে রিস্তা ক্যা কহেলতা হ্যায়-তে অভিনয় করেন জারিনা রোশন। সম্প্রতি বলিউডে পা রাখার প্রস্তুতি শুরু করেছিলেন তিনি। জারিনা রোশনের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েন প্রয়াত অভিনেত্রীর সহঅভিনেতা সাব্বির আলুওয়ালিয়া। নিজের সোশ্যাল হ্যান্ডেলে জারিনার মৃত্যুর খবর প্রকাশ করে লেখেন ইয়ে চান্দ সা রোশন চেহরা। কুমকুম ভাগ্য-এর এক সময়ের অভিনেত্রী ম্রুনাল ঠাকুর লেখেন, সত্যিই দুঃখজনক এবং হৃদয় ভেঙে যাওয়ার মতো খবর।


প্রসঙ্গত বলিউডে পা রাখার আগে কুমকুম ভাগ্য-তে অভিনয় করেন ম্রুনাল ঠাকুর।