ওয়েব ডেস্ক: ফিল্মস্টাররা অবসর সময়ে কী করেন, সেটা নিয়ে সিনেমাপ্রেমীদের অনেক কৌতূহল। তাও তো আমাদের দেশে তুলনায় অনেক কম। বিদেশে এগুলো বড্ড বেশি। সেখানে পাপারাজ্জিদের হ্যাঁপা অনেক বেশি পোহাতে হয় তারকাদের। আপনিও কি রণবীর কাপুরের খুব ভক্ত? জানতে চান, রণবীর কাপুর শেষবার গুগলে কী সার্চ করেছেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  বলিউডের ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর নায়িকার আবির্ভাব!


জানতে পারলে আপনার বেশ মজাই লাগবে। রণবীর কাপুর কতটা ফুটবলপ্রেমী, সে তো আপনি জানেনই। আইএসএলে নিজের দলও রয়েছে। রণবীর কাপুরের গুগলকে জিজ্ঞাসা করা প্রশ্নটা ছিল, লিওনেল মেসির জার্সি নম্বর কত? হ্যাঁ, এটাই গুগলে সার্চ করেছেন বলিউডের রকস্টার।


আরও পড়ুন  বড়বাজারের একটি গোডাউন থেকে উদ্ধার হল ৬৫ কেজি সোনা!