নিজস্ব প্রতিবেদন: প্রথম দিন থেকেই দর্শক সাদরে গ্রহণ করেছে 'দ্য কাশ্মীর ফাইলস'(The Kashmir Files)। বক্স অফিসে(box office) জমিয়ে ব্যবসা করছে অনুপম খের(Anupam Kher), মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty), পল্লবী যোশী(Pallabi Joshi), দর্শন কুমার(Darshan Kumar) অভিনীত  এই ছবি। ইতিমধ্যেই ২০০ কোটির দোরগোড়ায় এই ছবি। এই ছবির সঙ্গে কিছু দর্শক যেমন একাত্স বোধ করছে সেরকম এই ছবি নিয়ে মনে দ্বিধাও রয়েছে বেশ কিছু দর্শকের। ইতিমধ্যেই 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে নানারকমের মন্তব্য করেছেন আমির খান থেকে শুরু করে কঙ্গনা রানাওয়াত। এই ছবির সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের(Lata Mangeshkar)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বিবেক অগ্নিহোত্রী(Vivek Agnihotri) বলেন যে, 'এই ছবিতে গান গাওয়ার জন্য লতা মঙ্গেশকরকে অনুরোধ করেছিলাম। কাশ্মীর ফাইলস ছবিতে একটিও গান নেই। এটা একদিকে যেমন একটি নৃশংস গণহত্যার ট্র্যাজিক ছবি অন্যদিকে সেই গণহত্যায়(Genocide) মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধার্ঘ্য এই ছবি। এই ছবির জন্য কাশ্মীর(Kashmir) লোকসংগীত শিল্পীর গাওয়া একটি গান রেকর্ড করেছিলাম। আমি চেয়েছিলাম যে সেই গানটি গান লতাদিদি। যদিও লতাজি অনেকদিন আগেই প্লেব্যাক বন্ধ করে দিয়েছিলেন। তাও পল্লবীর সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভালো ছিল, সেই সূত্রেই তিনি রাজি হয়েছিলেন গান গাইতে।'


বিবেকের দাবি,'লতাদিদি আমাদের বলেছিলেন যে,কাশ্মীর সবসময়ই তাঁর মনের কাছাকাছি। তাই দ্য কাশ্মীর ফাইলসের জন্য অবশ্যই গাইবেন তিনি। এরই মাঝে কোভিডের প্রকোপ বাড়তে থাকে। কোভিডের মাঝে তিনি স্টুডিও যেতে রাজি ছিলেন না। তারই মাঝে কোভিড আক্রান্ত হন তিনি। আর এরপরই আমাদের ছেড়ে পরলোকগমন করেন লতাদিদি। তাঁর সঙ্গে কাজ করার স্বপ্ন আমার স্বপ্নই থেকে যায় আর বাস্তবায়িত হয় না।'


আরও পড়ুন: Gully Boy Rapper dies: ২৪ বছর বয়সে প্রয়াত 'গল্লি বয়' ছবির ব়্যাপার, শোকাহত রণবীর-সিদ্ধান্ত-জোয়া


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)