Gully Boy Rapper dies: ২৪ বছর বয়সে প্রয়াত 'গল্লি বয়' ছবির ব়্যাপার, শোকাহত রণবীর-সিদ্ধান্ত-জোয়া
'গল্লি বয়'(Gully Boy) ছবির ইন্ডিয়া নাইনটি ওয়ান(India 91) গানটিতে ব়্যাপ(rap) করেছিলেন ধর্মেশ পারমার(Dharmesh Parmar) ওরফে MC Tod Fod। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শেষ শ্রদ্ধা জানান রণবীর সিং(Ranveer Singh), জোয়া আখতার(Zoya Akhtar) ও সিদ্ধান্ত চতুর্বেদী(Siddhant Chaturvedi)।
Updated By: Mar 22, 2022, 03:18 PM IST
