নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা হামলার পর বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিল ভারতীয় বায়ুসেনা। তারপর নরেন্দ্র মোদী হুঙ্কার দিয়েছিলেন,'মাটি শপথ করে বলছি, আমি দেশকে রুখতে দেব না, ঝুঁকতে দেব না'। প্রধানমন্ত্রী সেই কথায় প্রভাবিত হয়েছেন সুর সম্রাজ্ঞী। মোদীর হুঙ্কারই নিজের কণ্ঠে গেয়েছেন লতা মঙ্গেশঙ্কর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসলে নিজের কবিতা থেকেই ভাষণে কয়েকটি লাইন উদ্ধৃত করেছিলেন নরেন্দ্র মোদী। আরএসএসের প্রচারক থাকাকালীন কবিতা লিখছেন নমো। সেই কবিতাগুলি বই আকারেও প্রকাশিত হয়েছে। 'সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি...' তেমনই একটি কবিতা। ওই কবিতার একটি অংশ গেয়েছেন লতা মঙ্গেশকর। 


লতা মঙ্গেশকরের ভিডিয়োবার্তা, 'কিছুদিন আগে নরেন্দ্র মোদীর ভাষণ শুনছিলাম। উনি একটি কবিতার কয়েকটি পংক্তি বলেছিলেন। যা মনে হল সকল ভারতীয়র মনের কথা। আমার মনকেও ছুঁয়ে গিয়েছে। ওই কবিতাটি রেকর্ড করেছি। গানটি সমর্পিত করছি দেশের বীর জওয়ানদের। জয় হিন্দ'।



 


রিটুইট করে নরেন্দ্র মোদী লিখেছেন, 'আপনি হৃদয় দিয়ে গেয়েছেন। আপনার স্নেহ ও আশীর্বাদ আমাকে উত্সাহ দিয়েছে'। 
           
 



প্রধানমন্ত্রীর বায়োপিক 'নরেন্দ্র মোদী'-তে অভিনয় করছেন বিবেক ওবেরয়। ওই ছবিতেও রয়েছে এই গানটি।



লোকসভা ভোটের আগে জাতীয়তাবাদ উস্কে দিতে চাইছে বিজেপি, এমনটাই অভিযোগ করেছে বিরোধীরা। আর বিজেপির প্রচারের সর্বাগ্রেও থাকছে 'দেশপ্রেম'। 


আরও পড়ুন- রাজ্যে কোন কোন আসনে ফুটতে পারে পদ্মফুল? জেনে নিন সমীক্ষার আভাস