রাজ্যে কোন কোন আসনে ফুটতে পারে পদ্মফুল? জেনে নিন সমীক্ষার আভাস

Mar 29, 2019, 22:22 PM IST
1/9

রাজ্যে ৮টি আসন বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে নিয়েলসনের জনমত সমীক্ষা। তা কোন আটটি আসন জিততে পারে বিজেপি?      

2/9

আলিপুরদুয়ার- বিজেপির প্রার্থী জন বারলা। গত বিধানসভা ভোটের পর থেকে আলিপুরদুয়ারের গেরুয়া হাওয়ার গতি বেড়েছে এই আসনে।             

3/9

দার্জিলিং- দার্জিলিঙে বিজেপির ছাপে রাজু বিস্তকে প্রার্থী করেছে মোর্চা ও জেএনএলএফ জোট। দুই বৈরী জোট করায় নিশ্চিতভাবেই দার্জিলিঙে কঠিন ঠাঁই শাসক দলের, মত রাজনৈতিক মহলের একাংশের।    

4/9

রায়গঞ্জ- রায়গঞ্জে সিপিএমের মহম্মদ সেলিম ও কংগ্রেসের দীপা দাশমুন্সির লড়াইয়ের সুযোগে বিজেপি প্রার্থী বেরিয়ে যেতে পারেন বলে ইঙ্গিত জনমত সমীক্ষার।       

5/9

বালুরঘাট- বাংলায় বিজেপির ইতিবাচক আসনগুলির মধ্যে অন্যতম বালুরঘাট। নিয়েলসনের সমীক্ষাও দিচ্ছে সেই ইঙ্গিত। 

6/9

কৃষ্ণনগর- কৃষ্ণনগর আসনেও বিজেপির জেতার সম্ভবনা হলে আভাস জনমত সমীক্ষার।  

7/9

বনগাঁ- ঠাকুরবাড়ির লড়াইয়ে বেরিয়ে যেতে চলেছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। 

8/9

বারাকপুর- আসল হোলি ২৩ মে খেলবেন বলে হুঙ্কার দিয়েছেন সদ্য তৃণমূল ছেড়ে আসা বিজেপি প্রার্থী অর্জুন সিং। সমীক্ষার ইঙ্গিত, বারাকপুরে অর্জুন নিজের প্রতিশ্রুতি সম্ভবত রাখতে পারবেন।     

9/9

আসানসোল- আসানসোল কেন্দ্রটি ধরে রাখতে পারছেন বাবুল সুপ্রিয়, সেই ইঙ্গিতই দিল নিয়েলসনের সমীক্ষা।