নিজস্ব প্রতিবেদন: 'আহারে' ছবিতে রঞ্জন ঘোষের পরিচালনায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সাফল্যও এসেছে। ফের একবার পরিচালক রঞ্জন ঘোষের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ছবির নাম 'মহিষাসুরমর্দিনী'। যে ছবি নারীর ক্ষমতায়নের পক্ষে কথা বলবে। কিছুদিন আগেই মহিষাসুরমর্দ্দিনী' মনোনীত হয়েছিল ১৩ তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এশিয়ান সিনেমা প্রতিযোগিতার বিভাগে মনোনীত হয়েছিল ছবিটি। এবার ২২ তম নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে নির্বাচিত এই ছবি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রঞ্জন ঘোষের এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও দেখা যাবে শাশ্বত এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে। 'মহিষাসুরমর্দিনী'র গল্প এগিয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর চরিত্রকে ঘিরেই। ছবিতে রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পরমব্রতও। ঋতুপর্ণা সেনগুপ্ত এই ছবির বিষয়ে বলেন, 'মহিষাসুরমর্দিনী নারী ক্ষমতায়ন নিয়ে তৈরি একটি ছবি। আমি, শাশ্বতদা আর পরম একসঙ্গে কাজ করছি। এটা এক রাতের গল্প। ছবিতে প্রতিটি চরিত্রের মধ্যে সমাজের প্রতিফলন রয়েছে। পরিচালকের কথায় মেয়েদের উপর চারিদেকে যে অত্যাচার চলছে, আমরা তার জন্য ক্ষমাপ্রার্থী। প্রতিটি চরিত্রকে দিয়ে নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে কথা বলানো হবে।'


পরিচালক রঞ্জন ঘোষ জানান, 'নির্বাচিত হওয়া এবং দেশের সেরা কিছু ছবির সঙ্গে স্থান পাওয়াটা একটা বড় ব্যাপার। মনে পড়ছে ছবির চরিত্র নির্বাচনের দিনগুলো। ঋতুপর্ণা সেনগুপ্তকে চিত্রনাট্য শুনিয়েছিলাম মেলবোর্নে। ছবির বিষয়, আঙ্গিক, ও ভাষা কিছুটা ছকভাঙ্গা ছিল বলেই হয়ত ঋতুদি দু’সপ্তাহ সময় নিয়েছিলেন ‘হ্যাঁ’ বলবার আগে। শাশ্বতদা চিত্রনাট্য শুনে বলেছিলেন, “এরকম ছবি আর হয় ক’টা…” এমনকি পরমব্রতও চিত্রনাট্য শুনে যখন প্রশ্ন করে, “কতদিনে শ্যুট করবে ভেবেছ?” আমি তৎক্ষণাৎ বলি, “তাহলে তুমি ছবিটা করছ তো?” ও হেসে ফেলে। বহুস্তরীয় অডিশন নিয়ে প্রতিভাবান কিছু ছেলেমেয়েদের বাছা হয় – শ্রীতমা দে-আরিয়ুন ঘোষ-অরুণিমা হালদার-অভ্যুদয় দে-পূর্বাশা মাল। প্রত্যেকটা চরিত্র নিই থিয়েটার থেকে, থিয়েটারের উপর আমার অগাধ বিশ্বাস। ছবিটা এখন বাইরে প্রশংসা পাচ্ছে দেখে ভাল লাগছে।'


আরও পড়ুন: Mamata Banerjee in KIFF 2022: 'মুম্বই গিয়ে লতা মঙ্গেশকরকে বঙ্গবিভূষণ দিতে চেয়েছিলাম',KIFF-র মঞ্চে স্মৃতিচারণা মমতার


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)