নিজস্ব প্রতিবেদন: ফের সমালোচনার কেন্দ্রে (Malaika Arora) মালাইকা অরোরা। পোশাকের জন্য এবার ফের আলোচনার কেন্দ্রে উঠে আসেন বলিউডের ছইয়া ছইয়া গার্ল।
বৃহস্পতিবার একটি বডি হাগিং পোশাকে জিমে যান মালাইকা। গাড়ি থেকে নেমে জিমে ঢোকার সময় পাপারাতজির ক্যামেরা বন্দি হন (Bollywood) বলিউড অভিনেত্রী। মালাইকার ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই জোর সমালোচনা শুরু হয়ে যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : মাহির মাকে ধর্ষণের হুমকি, থানায় গিয়ে ধরনা দিলেন জনপ্রিয় অভিনেত্রী



ওই ভিডিয়ো সামনে আসার পর অনেকে প্রশ্ন করতে শুরু করেছেন, মালাইকা কি পোশাক পরেছেন! অনেকে আবার বলতে শুরু করেন, বুড়ো বয়সে কেন মালাইকা এই ধরনের পোশাক পরতে শুরু করেছেন! আবার অনেকে বলতে শুরু করেন, মালাইকার এই পোশাক দেখে তাঁকে ভারতের সস্তার কিম কারদাশিয়ান বলে মনে হচ্ছে।


আরও পড়ুন : করিশ্মার মেয়ের জন্মদিনে কী বললেন সত মা প্রিয়া সচদেভ!


আবার অনেকে প্রশ্ন করতে শুরু করেন, মালাইকা কি পোশাক পরতে ভুলে গিয়েছেন! অনেকে আবার মালাইকাকে আন্টি বলেও সম্মোধন করতে শুরু করেন ওই ভিডিয়োতে। সবকিছু মিলিয়ে মালাইকা অরোরা ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই জোর সমালোচনা শুরু হয়ে যায় নেটিজেনদের একাংশে।