নিজস্ব প্রতিবেদন : আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন সিংয়ের নতুন করে ঘর বাঁধতে চলেছেন মালাইকা অরোরা খান। অন্যদিকে আরবাজও ব্যস্ত তাঁর নতুন বান্ধবী জর্জিয়া আন্ড্রিয়ানিকে নিয়ে। তবে এসবের মাঝে ছেলে আরবাজ-মালাইকার ছেলে আরহান খান আপাতত কখনও মা কখনও আবার বাবার সঙ্গে থাকেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে বছর ১৬-র ছেলে আরহানের বান্ধবীদের সঙ্গে তাঁর মা মালাইকার সম্পর্ক কেমন?


সম্প্রতি, এবিষয়ে মুখ খোলেন মালাইকা অরোরা। এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, '' আমি মনে করি আমি ভীষণই 'কুল' মা। অনেকে বলেন ছেলের বান্ধবীরা আমায় নাকি ভয় পায়। কিন্তু আমি এমনটা এক্কেবারেই মনে করি না। তারা (আরহানের বন্ধুরা) সকলেই আমার বাড়িতে আসে, আমার সঙ্গে আড্ডা মারে। সকলেই সঙ্গে সুন্দর সম্পর্ক। ''


আরও পড়ুন-বাপ-ঠাকুরদার ভিটে ঘুরে দেখল তৈমুর, ভাইরাল ভিডিও



আরও পড়ুন-শেষ কবে, কোথায় অমৃতার সঙ্গে সময় কাটিয়েছিলেন? মুখ খুললেন সইফ


পাশাপাশি আরহান প্রসঙ্গে মালাইকা বলেন, ''আরহান ভীষণই শান্ত ছেলে। ও এক্কেবারেই যে বিরক্তিকর বাচ্চা এমনটা নয়। আর পাঁচজন বাচ্চা যেমন বড় হয় আরহানও তেমনভাবেই বড় হচ্ছে।  ও জানে ওর মা কেমন। ও সব বিষয়েই ভীষণ শান্ত একটা ছেলে। আমি ওর জন্য গর্বিত। আমি কখনওই ওকে প্রশ্ন করতে শুনিনি এটা কী? কেন? সাধারণত বাচ্চারা সব বিষয়েই প্রশ্ন করতে থাকে। তবে ও ভীষণই ঠাণ্ডা, যেটা ওর মনে হয় শেয়ার করে। ''


সোশ্যাল মিডিয়ায় মালাইকার ফ্যান, ফলোয়িংয়ের সংখ্যা অনেক। তবে আরহানকে সোশ্যাল মিডিয়ায় যোগ নিয়ে মালাইকা বলেন, ''ও এসব বিষয়ে এক্কেবারেই আগ্রহী নয়। ওই বলে আমার এসব ভালো লাগে না, আমাকে এসব থেকে দূরেই থাকতে দাও। আরহানের যা বয়স, এই বয়সে বহু সুন্দরী মেয়েরা ওকে ঘিরে থাকবে, ও এগুলি দেখতে ভীষণ পছন্দ করবে। তবে আরহান এইসব বিষয় নিয়ে এক্কেবারেই মাথা ঘামায় না।''


আরও পড়ুন-প্রধানমন্ত্রী সেদিন ঠিক কী বলেছিলেন? মুখ খুললেন রণবীর