জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফ্ল্যাট থেকে উদ্ধার মালায়ালম অভিনেতা প্রতাপ পথেন (Pratap Pothen)-এর দেহ। শুক্রবার, সকালে চেন্নাই-এ তাঁর অ্যাপার্টমেন্টে অভিনেতাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মালায়ালম ছাড়াও তামিল, তেলগু, এমনকি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন প্রতাপ পথেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে অভিনেতা প্রতাপ পথেনের মৃত্যু কোনও অস্বাভাবিক কারণে হয়নি বলেই জানিয়েছেন তদন্তকারী পুলিস আধিকারিক। শারীরিক অসুস্থতার কারণেই প্রতাপ পথেনের মৃত্যু হয়েছে বলে পুলিসের তরফে জানানো হয়েছে। শুক্রবার অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছোন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যক্তিত্বরা।


আরও পড়ুন-নেটপাড়া স্তম্ভিত, ললিত মোদীর প্রেমে ভাসছেন সুস্মিতা সেন!



আরও পড়ুন-ক্যানসার কেড়ে নিয়েছে প্রথম স্ত্রী, সুস্মিতার সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু- এক নজরে ললিত


শুধু অভিনেতা হিসাবেই নয়, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার হিসাবেও নিজের পরিচিতি তৈরি করেছেন প্রতাপ পথেন। ১৯৫২ সালের ১৩ অগস্ট তিরুবন্তপুরমে জন্ম হয় প্রতাপ পথেন-এর। ছোট বয়সেই বাবাকে হারান অভিনেতা। এরপর পড়াশোনা  শেষে যোগ দিয়েছিলেন মুম্বই-এর একটি অ্যাড এজেন্সিতে। পরবর্তীকালে অভিনয় দুনিয়ায় পা রেখে ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করেন প্রতাপ পথেন। ১৯৮৫ সালে 'মিন্দুক ওরু কাঠাল কথাই' বলে একটি ছবির হাত ধরে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন প্রকাশ পথেন। ব্যক্তিগত জীবনে ১৯৮৫ সালে অভিনেত্রী রাধিকাকে বিয়ে করেন তিনি। পরে সেই বিয়ে ভেঙে যায়। ১৯৯০ সালে অমলা সত্যনাথ বলে একজন কর্পোরেটকে বিয়ে করেন, তাঁদের এক মেয়েও হয়। তবে সেই বিয়েও টেকেনি অভিনেতার। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)