Tollywood: ৫০ শতাংশ নয়, এবার সিনেমাহলে দর্শক সংখ্যা ৭৫ শতাংশ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
১ ফেব্রুয়ারি থেকে চালু নয়া কোভিড বিধি
নিজস্ব প্রতিবেদন: করোনার(corona) দাপটে গত দুবছর ধরে জর্জরিত টলিউড(tollywood)। কখনও বন্ধ করে দিতে হয় সিনেমা হল(Cinema hall) কখনও আবার ৫০ শতাংশ দর্শক সংখ্যা নিয়ে চলছে সিনেমা হল। করোনার কারণে আটকেছে সিনেমা রিলিজও। সোমবার নতুন করোনা বিধি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নতুন নিয়ম অনুযায়ী বাড়তে চলেছে সিনেমা হলে দর্শকের সংখ্যা। ৫০ শতাংশ থেকে এবার দর্শক সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৫ শতাংশ।
ওমিক্রনের(omicrone) প্রভাবে দিল্লিতে বন্ধ হয়েছিল প্রেক্ষাগৃহ। পশ্চিমবঙ্গে সিনেমা হল চলছিল ৫০ শতাংশ দর্শক সংখ্যা নিয়ে। ছবির ভবিষ্যত নিয়ে চিন্তায় পড়েছিলেন প্রযোজক-হল মালিকরা। পিছিয়ে গিয়েছে একাধিক ছবি মুক্তি। এবার ধীরে ধীরে স্বাভাবিকের পথে সিনে ইন্ডাস্ট্রি। এবছর জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল আবার বছর কুড়ি পরে ও ধর্মযুদ্ধ। ওমিক্রনের প্রভাবে পিছিয়ে যায় দুটি ছবিই। আগামী ১৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে আবার বছর কুড়ি পরে। ৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে কাকাবাবুর প্রত্যাবর্তন। মুখ্যমন্ত্রীর ঘোষণা কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে দিল বাংলা ছবির জগতে।
আরও পড়ুন: Kareena-Amrita: প্রিয় বন্ধুর জন্মদিনে মজার বার্তা করিনার, অমৃতাকে নিয়ে কী লিখলেন বেবো?
সিনেমাহলে দর্শক সংখ্যা বাড়ার ঘোষণায় খুশি হল মালিকেরাও। এই মুহূর্তে হলে ভালোই ব্যবসা করছে '৮/১২ বিনয় বাদল দীনেশ', 'স্বস্তিক সংকেত' ও 'টনিক'। ফেব্রুয়ারিতেও রয়েছে বেশ কয়েকটি ছবির রিলিজ। আগামিদিনে আরও ২৫% দর্শক বাড়লে ব্যবসা আরও বাড়বে বলেই আশাবাদী হল মালিকেরা। তবে প্রথম থেকেই সিনেমা হলে দর্শক সংখ্যা ১০০ শতাংশ করার আবেদন জানিয়েছে সিনেমা হল মালিকেরা, এবার তাঁদের সেই আবেদন কবে গ্রাহ্য হয়, তাই দেখার।