Kareena-Amrita: প্রিয় বন্ধুর জন্মদিনে মজার বার্তা করিনার, অমৃতাকে নিয়ে কী লিখলেন বেবো?

Jan 31, 2022, 17:18 PM IST
1/7

শুভ জন্মদিন

Happy Birthday

নিজস্ব প্রতিবেদন: ৪১-এ পা দিলেন অভিনেতা অমৃতা আরোরা। তাঁর জন্মদিনে একটি সাদা কালো ছবি পোস্ট করে অমৃতার উদ্দেশে মজার বার্তা দিলেন তাঁর প্রিয় বন্ধু করিনা কাপুর খান।  

2/7

সেলিব্রেশন

Celebration

রবিবার রাত থেকেই শুরু হয়েছে অমৃতার বার্থডে সেলিব্রেশন।   

3/7

সেলিব্রেশন

Celebration

করিনার পাশাপাশি অমৃতার বার্থ ডে পার্টিতে হাজির ছিলেন অমৃতার দিদি মালাইকা আরোরা, করিশ্মা কাপুর, মল্লিকা ভাট।  

4/7

স্পেশাল কেক

Special Cake

বোনের জন্য স্পেশাল কেক নিয়ে গিয়েছেন মালাইকা।মুম্বইয়ের এক জনপ্রিয় কেক শপ থেকে অমৃতার জন্মদিন স্পেশাল কেক আনানো হয়েছিল। এদিন একাধিক কেক কাটেন নায়িকা।   

5/7

বার্থ ডে

Birthday Party

অমৃতার বন্ধুরা ছাড়াও তাঁর স্বামী, দুই ছেলে ও মালাইকার ছেলে আরহানকেও দেখা গেল পার্টি করতে।  

6/7

কথোপকথন

Conversation

তবে এসবরে মাঝে নজর কেড়েছে অমৃতার জন্য লেখা করিনার শুভেচ্ছা। করিনা তাঁর ও অমৃতার একটি কথোপকথন শেয়ার কেরেছেন সোশ্যাল মিডিয়ায়। 'দুপুর ৩,বেবো বলছেন, কী প্ল্যান? অমৃতা, ঘুমাবো। বেবো, আমিও, এখনই একটা চোখ বন্ধ হয়ে যাচ্ছে। অমৃতা, তারপর উঠে চা আর টোস্ট খাবো।' এটি শেয়ার করে করিনা মজার ছলে লিখেছেন যে বন্ধু দুপুরের ঘুমের মাহাত্ম্য বোঝে তাকে আজীবন সঙ্গে রাখতে হয়।  

7/7

করিনার বার্তা

Kareena's Message

করিনা লেখেন, 'প্রিয়বন্ধুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সঙ্গে জীবন অনেক মজার।'