জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৯ তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ভাবনায় কিফ চলচ্চিত্র উত্সবের থিম সং গেয়েছিলেন অরিজিৎ সিং(Arijit Singh)। এর আগে একবছর  চলচ্চিত্র উত্সবের মঞ্চেও হাজির ছিলেন তিনি। অরিজিতের বহুদিনের স্বপ্ন তিনি একটি স্কুল ও একটি হাসপাতাল তৈরি করবেন। সেই কারণেই জমি খুঁজছেন সঙ্গীতশিল্পী। গত বছর মে মাসে অরিজিতের স্বপ্নপূরণে পাশা থাকার আশ্বাস দিয়েছিলেন মমতা। বরাবরই অরিজিতের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। বুধবার ফের মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়েই ঘরের ছেলের ভূয়সী প্রশংসা করলেন মমতা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- French Film Festival: ফেব্রুয়ারিতেই শহরে ফরাসি চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে অনিল কাপুর-অনুরাগ কাশ্যপ!


জঙ্গিপুরে নিজের খরচে একটি হাসপাতাল তৈরি করতে চান সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। শুধু হাসপাতাল নয়, স্কুল গড়তে চান তিনি। বেশ কয়েকবছর হল মুম্বইয়ের বিলাসবহুল জীবন ছেড়ে জিয়াগঞ্জেই থাকছেন তিনি। সেখানকার মানুষদের সার্বিক উন্নতির জন্য বেশ কিছু পরিকল্পনা রয়েছে তাঁর। এবার তাঁকেই জমি দিল রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, সবরকমভাবে অরিজিতের পাশে দাঁড়ানোর জন্য। অরিজিতের স্বপ্নের হাসপাতাল গড়তে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানকেও সবরকম সাহায্য করার নির্দেশ আগেই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


বুধবারই মালদহ সফর সেরে মুর্শিদাবাদে পৌঁছান মুখ্যমন্ত্রী। অরিজিতের জেলাতে পৌঁছেই মমতা জানান দিলেন যে গায়কের জনহিতকর কাজে পাশে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জেলা সফরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মমতা বললেন, ‘অরিজিৎ খুব ভালো গান গায়। তাঁকে জঙ্গিপুরে জমি অ্যাপ্রুভ করে দিয়েছি। কারণ অনেক বড় স্কুল থেকে শুরু করে, আরও অনেক কিছু করছে। আমরা খুশি, আমরা তাঁকে আগাম অভিনন্দন জানাই।’ প্রসঙ্গত, জঙ্গিপুরে রাজ্য সরকার একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করেছে।


আরও পড়ুন- Kabir Suman | Mamata Banerjee: মেডিক্যাল কলেজে মমতা, সুমনের গলায় 'জয় বাংলা'


এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। খ্যাতির শীর্ষে থেকেই মাটির কাছাকাছি থাকেন তিনি। মুম্বইয়ের বিলাসবহুল জীবন ছেড়ে নিজের গ্রামেই স্ত্রী ও ছেলেদের সঙ্গে থাকেন বিশ্বখ্যাত গায়ক। তাঁর গানের পাশাপাশি তাঁর সরল জীবনযাপন, পরোপকারিতা, তাঁর ব্যবহারের জন্যও মানুষ তাঁকে ভালোবাসে। অরিজিতের বিশ্বাস, পরিপূর্ণ মানব মনের বিকাশের জন্য শিক্ষা,খেলাধূলার উপর জোর দিতে হবে। সেই মতো চুপিসাড়ে অনেক উদ্যোগই নিচ্ছেন তিনি। পাশে দাঁড়াচ্ছে সরকারও। বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রীর মুখেও তাঁর প্রশংসা শোনা যায়। 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)