জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিদি নম্বর ওয়ানের(Didi No.1) মঞ্চে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একথা তো সকলেরই জানা। তবে এরই মাঝে ভাইরাল একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়েছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে দিদি নম্বর ওয়ানের মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশে রয়েছেন এই রিয়ালিটি শোয়ের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়(Rachana Banerjee)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Rituparna Sengupta| Ferdous Ahmed: 'আমরা দুই দেশের সম্পর্ক-মৈত্রী আরও দৃঢ় করতে পারব', ঋতুপর্ণাকে রাজনীতিতে আসার পরামর্শ ফিরদৌসের...


বুধবার নির্ধারিত সময়ে, দুপুর ১২টায় ডুমুরজলা স্টেডিয়ামে দিদি নম্বর ওয়ানের মঞ্চে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, সংগীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ও সংগীতশিল্পী অরুন্ধতী হোম চৌধুরী। গান, আড্ডা, খেলায় জমজমাট ছিল শ্যুটিংপর্ব। প্রায় আড়াই ঘণ্টা শ্যুটিং করেন মুখ্যমন্ত্রী। 


এদিন খেলায় সরাসরি অংশগ্রহণ না করলেও রচনা তাঁকে রুটি বেলার খেলায় রুটি বেলার অনুরোধ করেন। কিন্তু মমতা উল্টে রচনাকেই বলেন, রুটি বেলে দেখাতে। পরে অবশ্য তিনি নিজেও রুটি বেলে দেখান। এই পর্বে জেতেন সৌরভ ঘরণী ডোনা। তবে শুধু খেলাই নয়, সকলের অনুরোধে মঞ্চে একটি ছবি আঁকেন মুখ্যমন্ত্রী। তাঁর লেখা ও সুর করা একটি গান গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। 


বাংলার মহিলাদের উজ্জীবিত করাই ছিল এই শোয়ের উদ্দেশ্য। সূত্রের খবর, শৈশব থেকে বর্তমান সময় অবধি তাঁর অভিজ্ঞতার গল্প শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর জীবন সংগ্রামের গল্প থেকে রাজ্য সরকারের মহিলাদের উন্নয়নে আর কী কী ভাবনা রয়েছে, তাও শেয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর উপস্থিতিতে আনন্দিত গোটা টিম। 


আরও পড়ুন- Pori Moni: মাদক কেলেঙ্কারি ছাড়ছে না পিছু! ফের ফেঁসে গেলেন পরীমণি...


প্রায় ১৫ বছর এই শো সঞ্চালনা করেন রচনা বন্দ্যোপাধ্যায়। অনেকদিন ধরেই তাঁর ইচ্ছে ছিল এই শোয়ে অতিথি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনার। সম্প্রতি তিনি নবান্নে গিয়ে আমন্ত্রণ জানিয়ে আসেন মুখ্যমন্ত্রীকে। তাঁর আমন্ত্রনেই এদিন দিদি নম্বর ওয়ানের মঞ্চে হাজির হন তিনি। রচনা জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁর শোয়ের সুনাম পূর্ণতা পেল। 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)