Manas Mukul Pal: ‘সহজ পাঠের গপ্পো’-র পর কোথায় হারিয়ে গেলেন মানস মুকুল পাল? এবার নয়া ছবি নিয়ে ফেরার ঘোষণা পরিচালকের...
Dinesh Gupta Biopic: বছর তিনেক আগেই দীনেশ গুপ্তর বায়োপিকের কথা ঘোষণা করেছিলেন ‘সহজ পাঠের গপ্পো’-র পরিচালক মানস মুকুল পাল। কিন্তু ঘোষণা হলেও ছবি নিয়ে আর কোনও আপডেট শোনা যায়নি। কোথায় গেলেন পরিচালক? কবে আসবে তাঁর আগামী ছবি? এরকম নানা প্রশ্নের মুখোমুখি হয়েই সুখবর শোনালেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘সহজ পাঠের গপ্পো’(Sohoj Pather Goppo) মনে দাগ কেটেছিল আপামর সিনেমাপ্রেমীদের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘তালনবমী’ অবলম্বনে ছবিটি তৈরি করেছিলেন পরিচালক মানস মুকুল পাল(Manas Mukul Pal)। সমালোচক থেকে শুরু করে দর্শক, সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন পরিচালক। কিন্তু সেই সিনেমা রিলিজের ছয় বছর কেটে গেলেও আর কোনও ছবি পরিচালনায় দেখা মেলেনি মানস মুকুলের। কোথায় গেলেন পরিচালক?
আরও পড়ুন- Arun Roy: দেবের ‘বাঘাযতীন’ মুক্তির আগেই দুঃসংবাদ, ক্যানসারে আক্রান্ত পরিচালক অরুণ রায়...
‘সহজ পাঠের গপ্পো’-র পর কোন ছবি নিয়ে ফিরছেন তিনি, তা আগেই জানিয়েছিলেন। কিন্তু সেই ছবিই বা কোথায়? নেটপাড়ার প্রশ্নের মাঝে মুখ খুললেন পরিচালক। সোশ্যাল মিডিয়ায় পরিচালক লেখেন, ‘প্রায় ছ' বছর হতে চললো সহজ পাঠের গপ্পো রিলিজ হয়েছে। শেষ কয়েক বছরে এমন একটা দিনও যায়নি - যেদিন মেসেজে বা সরাসরি আমি এই প্রশ্নের সম্মুখীন হইনি - 'আপনার পরের ছবি কবে দেখতে পাব?'।যাঁরা আমার কাজ ভালোবেসেছেন এবং সেই ভালোবাসার জোরেই প্রতিনিয়ত আমাকে এই প্রশ্নটি করেন- তাঁদের জ্ঞাতার্থে দু-চারটি মনের কথা...’
পরিচালক লেখেন যে ‘সহজ পাঠের গপ্পো'র সাফল্যের পর কলকাতার প্রায় প্রতিটা হাউস থেকে একের পর এক ছবি তৈরীর প্রস্তাব পান তিনি। কিন্তু মনে মনে ততদিনে ঠিক করে নিয়েছিলেন যে ‘যা হওয়ার হবে, এবার দীনেশ গুপ্তকে নিয়েই ছবি বানাবো। যত টাকাই লাগুক না কেন, যে করে হোক জোগাড় করবই! আমাদের বাংলা ছবি কেন পিছিয়ে থাকবে? কেন আমরা একটা 'গান্ধী' কিংবা 'সিন্ডলার্স লিস্ট' এর মতো ছবি তৈরী করতে পারবনা?ভয় যে পাইনি, তেমনটা নয়। কিন্তু কখনও এক মুহূর্তের জন্যও পিছিয়ে আসিনি। জেদের বশে একের পর এক ছবির অফার ছাড়তে থেকেছি। লক্ষ্য একটাই - দীনেশের বায়োপিক বানানো - এক আকাশ ছোঁয়া স্কেলে!’