নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়।  তুরস্কের বোদরুম শহরে বসছে নুসরত-নিখিলের বিয়ের আসর। ১৮ জুন, মঙ্গলবার রয়েছে নুসরত-নিখিলের মেহেন্দি ও সঙ্গীত সেরিমনি। আপাতত তাই সেখানেই রয়েছে নুসরতের আত্মীয়-স্বজনরা। সেখানে হাজির হয়েছেন সাংসদ অভিনেত্রী ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবও। সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন টালিগঞ্জের তারকারাও। তবে তাঁদের কে কে নুসরতের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তা অবশ্য এখনও জানা যায়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মেহেন্দি ও সঙ্গীতের আগে কী করছেন নুসরত?





তবে ইতিমধ্যেই বোদরুমে পৌঁছেছেন নুসরতের ঘনিষ্ঠ বান্ধবী মিমি চক্রবর্তী। তুরস্কে উড়ে যাওয়ার সময় বিমানে সেলফি তুলেও পোস্ট করেন যাদপুরের সাংসদ তথা অভিনেত্রী।



ইতিমধ্যেই বোদরুম শহরে পৌঁছেও গিয়েছেন মিমি। সেখানকার 'সিক্স সেন্সেস কাপালাঙ্কায়া' হোটেলে হচ্ছে নুসরত-নিখিলের বিয়ের অনুষ্ঠান। আজ বান্ধবীর মেহেন্দির অনুষ্ঠানের জন্য হলুদ পোশাককেই বেছে নিয়েছেন মিমি। 



প্রসঙ্গত, তুরস্কে উড়ে যাওয়ার আগে নুসরতের বাড়িতে আয়োজিত গায়ে হলুদের অনুষ্ঠানে দেখা গিয়েছিল টালিগঞ্জের আরও এক অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকেও। তবে তনুশ্রী নুসরতের বিয়েতে যোগ দিতে বোদরুম গিয়েছেন কিনা তা অবশ্য জানা যায়নি। 


আরও পড়ুন-'সারেগামাপা' খ্যাত গায়িকা সোহিনীর সঙ্গে গ্যাংটকে দিতিপ্রিয়া রায়






জানা যাচ্ছে বোদরুমে নুসরতের বিয়ের অনুষ্ঠান শেষে কলকাতায় ফিরে আইনি মতে বিয়ে করবেন নুসরত-নিখিল। ৪ জুলাই রয়েছে নুসরত-নিখিলের রিসেপশ পার্টি। 


আরও পড়ুন-নুসরত-নিখিলের ৪দিনের ডেস্টিনেশন ওয়েডিংয়ের কবে কী? বিয়ের কার্ডেও চমক!