close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

'সারেগামাপা' খ্যাত গায়িকা সোহিনীর সঙ্গে গ্যাংটকে দিতিপ্রিয়া রায়

 দিতিপ্রিয়ার এই সিকিম ভ্রমণের সঙ্গী 'সারেগামাপা' খ্যাত গায়িকা সোহিনী মুখোপাধ্যায়। 

Updated: Jun 18, 2019, 11:44 AM IST
'সারেগামাপা' খ্যাত গায়িকা সোহিনীর সঙ্গে গ্যাংটকে দিতিপ্রিয়া রায়

নিজস্ব প্রতিবেদন: একদিকে রানি রাসমণির শ্যুটিং, অন্যদিকে পড়াশোনার চাপ। তারই ফাঁকে সময় বের করে পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গ্যাংটকে গিয়েছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। দিতিপ্রিয়ার এই সিকিম ভ্রমণের সঙ্গী 'সারেগামাপা' খ্যাত গায়িকা সোহিনী মুখোপাধ্যায়। 

কলকাতার এই ভয়ানক গরম থেকে বাঁচতে পাহাড়ের থেকে ভালো আর কীই বা হতে পারে। আর তাই বান্ধবী সোহিনী সহ আরও বেশ কয়েকজন বন্ধু-বান্ধবকে সঙ্গে নিয়ে দিতিপ্রিয়া গত রবিবারই গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানা গিয়েছিল রানি রাসমণি অভিনেত্রীর গ্যাংটক ভ্রমণের কথা। 

আরও পড়ুন-বাঙালি ও রাজস্থানী দুই রীতিতেই বিয়ে সারলেন সুস্মিতার ভাই রাজীব ও অভিনেত্রী চারু

এবার সিকিম ভ্রমণের বেশকিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দিতিপ্রিয়া ও সোহিনী দুজনেই।

ছবি-দিতিপ্রিয়ার ফেসবুক

ছবি-দিতিপ্রিয়ার ফেসবুক

ছবি-দিতিপ্রিয়ার ফেসবুক

ছবি-সোহিনীর ফেসবুক

ছবি-সোহিনীর ফেসবুক

ছবি-সোহিনীর ফেসবুক

ছবি-সোহিনীর ফেসবুক

ছবি-সোহিনীর ফেসবুক

ছবি-সোহিনীর ফেসবুক

প্রসঙ্গত, শুধু অভিনয় নয়, পড়াশোনাতেও বেশ মনযোগী দিতিপ্রিয়া। পাঠভবনে ক্লাস টুয়েলভে পড়াশোনা করছে সে। অভিনয়ের ফাঁকে সুযোগ পেলেই বই-খাতা নিয়ে বসে যায় দিতিপ্রিয়া। পাশপাশি এবার বাংলা ধারাবাহিকের সঙ্গে বাংলা ছবিতেও দেখা যেতে চলেছে দিতিপ্রিয়াকে। পরিচালক শুভ্রজিৎ মিত্রর 'অভিযাত্রিক' ছবিতে অপর্ণার বেশে দেখা যাবে দিতিপ্রিয়াকে। প্রসঙ্গত, 'পথের পাঁচালি' কিংবা 'অপুর সংসার'-এর পর এবার এই 'অভিযাত্রিক' ছবির মাধ্য়মে ফের তাঁদের প্রিয় অপু চরিত্রটিকে ফিরে পাবে বাংলা সিমেমার দর্শক। ইতিমধ্যেই এই ছবির জন্য চুক্তি সাক্ষর করে ফেলেছেন দিতিপ্রিয়া।

আরও পড়ুন-'দ্যা লায়ন কিং'এ মুফাসা ও সিম্বার কণ্ঠ শাহরুখ-আরিয়ানের