নিজস্ব প্রতিবেদন : সূর্য ডোবার পর সন্ধেয় শুরু শ্যুটিং। লাইট, ক্যামেরা, অ্যাকশনে ধরা পড়লেন মিমি চক্রবর্তী। 'ড্রাকুলা স্যার'-এর শেষদিনের শ্যুটিংয়ের ভিডিয়ো শেয়ার করলেন সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী। কীভাবে তৈরি হয়েছে ছবির দৃশ্যগুলি? তারই কয়েক টুকরো মুহূর্ত শেয়ার করছেন মিমি চক্রবর্তী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'ড্রাকুলা স্যার'-এর মঞ্জরীর ভূমিকায় কীভাবে শট দিচ্ছিলেন মিমি? চলুুন দেখে নেওয়া যাক...


আরও পড়ুন-ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী..., পুজোর সবকটাদিন শাড়িতেই সাজতে চান অভিনেত্রী ঋত্বিকা সেন



আরও পড়ুন-ভাইয়ের বিয়ে, হিমাচলের বাড়িতে 'বধাই' অনুষ্ঠানে কঙ্গনা রানাউত


কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'ড্রাকুলা স্যার'-এর ট্রেলার। ট্রেলারে উঠে এসেছে ১৯৭১-এর প্রেক্ষাপট। যেখানে একাধিক ভূমিকায় ধরা পড়েছেন অনির্বাণ ভট্টাচার্য। কখনও তাঁকে দেখা গিয়েছে স্কুল শিক্ষকের ভূমিকায়, কখনও আবার কোনও গোপন আন্দোলনের সদস্য হিসাবে। আবার বিদীপ্তা চক্রবর্তীর স্বামীর ভূমিকাতেও দেখা গিয়েছে অনির্বাণকে। মঞ্জরীর ভূমিকাতে নজর কেড়েছেন মিমি চক্রবর্তী। ট্রেলার ধরা পড়েছে অনির্বাণ-মিমির রসায়ন।



পুজোতেই মুক্তি পাচ্ছে অনির্বাণ, মিমি, বিদীপ্তা, রুদ্রনীল অভিনীত ছবি 'ড্রাকুলা স্যার'। যদিও Svf- প্রযোজিত এই ছবি গত ১ মে মুক্তি পাওয়া কথা ছিল। তবে লকডাউনেক কারণে ছবি মুক্তি পিছিয়ে যায়। অবশেষে বহু প্রতীক্ষিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে। প্রসঙ্গত, সাংসদ হওয়ার পর দেবালয় ভট্টাচার্যের এই ছবির হাত ধরেই ফের কাজে ফিরেছিলেন মিমি চক্রবর্তী। তবে এই ছবিতে অন্যরকম চরিত্র মিমিকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।


আরও পড়ুন-SOS কলকাতার গান 'হার মানবো না'র 'বিহাইন্ড দ্যা সিন'এ ধরা পড়ল যশ-নুসরত রসায়ন