নিজস্ব প্রতিবেদন : যৌন হেনস্থা এবং ধর্ষণের হাত থেকে রেহাই পেতে ৬ তলা থেকে ঝাঁপ দিলেন মডেল। যদিও, ছ’তলা থেকে ঝাঁপ দেওয়ার পর প্রাণে বেঁচে গিয়েছেন রাশিয়ান মডেল একাতারিন সেতসয়ুক কিন্তু, তাঁর মেরুদণ্ডে আঘাত লেগেছে বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : জ্যাকলিনের সঙ্গে মাধুরী যা অর্লেন ভাবতেই পারবেন না..


রিপোর্টে প্রকাশ, সম্প্রতি দুবাই গিয়েছিলেন ওই একাতারিনা। কিন্তু, একাতারিনার সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়ে তাঁকে প্রস্তাব দেন আমেরিকার এক ব্যবসায়ী। অভিযোগ, ছুরি দেখিয়ে ওই মডেলের সঙ্গে ঘনিষ্ঠ হতে চান ওই ব্যবসায়ী। এরপরই শ্লীলতাহানির হাত থেকে বাঁচতে দুবাইয়ের ওই হোটেলের ছ’তলা থেকে ঝাঁপ দেন রাশিয়ান মডেল।


আরও পড়ুন : ১০০০ কোটির 'মহাভারতে' আমিরের সঙ্গে মুকেশ আম্বানি?


একাতারিনা বন্ধু ইরিনা গ্রোসম্যান বলেন, নিজের সম্মান রক্ষা করতেই ছ’তলা থেকে ঝাঁপ দেন ওই রাশিয়ান মডেল। ভাগ্যের জোরে তিনি রক্ষা পেয়েছেন। কিন্তু, প্রাণে বেঁচে গেলেও, গুরুতর জখম একাতারিনা। চিকিত্সার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জানা যাচ্ছে, রাশিয়ান মডেলের অভিযোগ প্রকাশ্যে আসতেই আমেরিকার ওই ব্যবসায়ী দুবাই ছেড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু, দুবাই বিমানবন্দরে আটক করা হয় তাঁকে। অভিযোগ প্রমাণিত হলে ওই ব্যক্তির কমপক্ষে ১৫ বছরের হাজতবাস হতে পারে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।