Raj Kundra-র সিঙ্গাপুর কানেকশন? পর্ন মামলায় Neuflix-র মালিকের নামে জারি লুক আউট নোটিস
এভাবে ধীরে ধীরে গোটা পর্ন র্যাকেটটাই নিজেদের আওতার আনার চেষ্টা রয়েছে মুম্বই পুলিস।
নিজস্ব প্রতিবেদন : পর্নোগ্রাফি (Pornography) মামলায় নয়া মোড়। এবার 'হটশর্টস'-এর মতোই আরও একটি প্ল্যাটফর্ম 'নিউফ্লিক্স'- (Neufilx)র কর্ণধার যশ ঠাকুরকে 'ওয়ান্টেড' তকমা দিয়ে লুকআউট নোটিস জারি করল মুম্বই পুলিস (Mumbai Police)। এর আগে লন্ডনের সংস্থা কেনরিন প্রোডাকশন হাউসের কর্ণধার প্রদীপ বক্সীর বিরুদ্ধেও লুকআউট নোটিস জারি করা হয়েছে। এভাবে ধীরে ধীরে গোটা পর্ন র্যাকেটটাই নিজেদের আওতার আনার চেষ্টা রয়েছে মুম্বই পুলিস।
পুলিস সূত্রে খবর, যশ ঠাকুর (Yash Thakur) এই মুহূর্তে সিঙ্গাপুরে রয়েছেন। আর তিনিই হলেন 'নিউফ্লিক্স'- (Neufilx)র কর্ণধার। যিনি কিনা বহুদিন আগে থেকেই সাইবার পুলিসের নজরে রয়েছেন।
আরও পড়ুন-Raj Kundra-র কোম্পানির অন্যতম ডিরেক্টর শিল্পাও, সবই জানতেন অভিনেত্রী?
এদিকে বুধবার রাজ কুন্দ্রা (Raj Kundra)র কোম্পানি ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অফিসে তল্লাশি চালায় মুম্বই পুলিস। যেখান থেকে বেশকিছু হার্ডডিস্ক ও সার্ভারটি বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৭০টি মতো পর্ন ভিডিয়ো। যদিও ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটি মোটরগাড়ি, মোটর সাইকেল, ব্যক্তিগত ও গৃহস্থালীর জিনিসপত্র মেরামত সহ কিছু খুচরা বাণিজ্যের নামে রেজিস্ট্রেশন করানো ছিল। পরে এই এই কোম্পানিটির কাজকর্ম বদলে গিয়েছিল। এটি OTT মাধ্যম হিসাবে কাজ করা শুরু করে।
প্রসঙ্গত মুম্বই ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর, লন্ডনের বাসিন্দা ভগ্নীপতি প্রদীপ বক্সীর সঙ্গে মিলে এই ব্যবসা শুরু করেছিলেন রাজ কুন্দ্রা (Raj Kundra)। যিনি কিনা কেনরিন লিমিটেড বলে লন্ডনে একটি প্রোডাকশন হাউস চালান। ওই সংস্থার হয়েই ভারতে ভিডিয়ো বানাতেন রাজ। যেগুলি 'হটশটসট নামে একটি অ্যাপের মাধ্যমে আপলোড করা হত। জানা যাচ্ছে, এই ভিডিয়োর মাধ্যমে দৈনিক লক্ষ লক্ষ টাকা আয় করতেন রাজ কুন্দ্রা (Raj Kundra)। লকডাউনে নেট দুনিয়ায় পর্ন ছবির রমরমা বেড়ে যেতে গতবছরই 'হটশর্টস' অ্যাপকে এদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। গত ফেব্রুয়ারিতে পর্নোগ্রাফির শ্যুটিং চলাকালীন মাড আইল্যান্ডের বাংলো থেকে মোট ৫জনকে গ্রেফতার করে মুম্বই পুলিস। পর্নোগ্রাফি (Pornography) ব্যবসা নিয়ে তদন্ত করতে করতেই পুলিস 'হটশট' নামে এই অ্যাপটি সম্পর্কে তদন্ত শুরু করে। এই মামলায় প্রথমে পুলিস রাজ কুন্দ্রার সহকারী উমেশ কামাতকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদেই উঠে এসেছিল রাজ কুন্দ্রার (Raj Kundra) নাম।