নিজস্ব প্রতিবেদন : বিচ্ছেদের পরও তাঁদের বন্ধুত্ব এখনও অটুট। দুই ছেলেকে নিয়ে প্রক্তনের সঙ্গে ছুটি কাটানো হোক কিংবা প্রাক্তনের সঙ্গে ঘুরতে বেরনো, সবকিছুতেই সম্পর্কের এক নতুন নজির গড়ে তুলেছেন তিনি। সম্প্রতি প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে সিনেমা দেখতে বেরিয়ে পড়েন তিনি। বুঝতেই পারছেন বলিউড অভিনেতা ঋত্বিক রোশনের কথাই বলা হচ্ছে। প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে সম্পর্ক নিয়ে ঋত্বিক যা বললেন, তা নিয়ে বেশ খুশি তাঁর ভক্তরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  : ছেলের জন্যই এবার প্রাক্তন স্বামীর কাছে ফিরছেন মালাইকা?



প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে সম্পর্ক নিয়ে ঋত্বিক বলেন, দুই ছেলে যাতে তাঁদের মাকে যথার্থ সম্মান দেয়, তিনি সব সময় সেই চেষ্টাই করে যাচ্ছেন। অর্থাত, বাবার মতো মাকে যাতে তাঁদের দুই ছেলে ভালবাসে এবং সম্মান দেয়, তার জন্য বিচ্ছেদর পরও প্রাক্তনের সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে চলেছেন বলে জানান ঋত্বিক। শুধু তাই নয়, পরিবারের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভাল সম্পর্ক থাকে, সেই চেষ্টাও তিনি করে যাচ্ছেন বলেও জানান 'সুপার থার্টি' অভিনেতা। প্রসঙ্গত, 'সুপার থার্টি'-র সাফল্যের পর বর্তমানে 'সত্তে পে সত্তা' নামের আর একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এই সিনেমায় ঋত্বিক রোশনের সঙ্গে রয়েছেন টাইগার শ্রফ এবং বাণী কাপুর।