নিজস্ব প্রতিবেদন: সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীর জিজ্ঞাসাবাদ বন্ধ করে দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবির স্পেশাল ইনভেস্টিগেজন টিম-এর এক অফিসার কোভিড পজিটিভ হওয়ার পরই বুধবার সকালে শ্রুতি মোদীকে ফিরিয়ে দেওয়া হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : '৩৫-এ পৌছেও আপনি ছোট্ট ডাম্ব কাপুর', জয়াকে সমর্থন করে আক্রমণের মুখে সোনম


রিপোর্টে প্রকাশ, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ওই অফিসার করোনায় আক্রান্ত হওয়ার পর, গোটা টিমের অন্য সদস্যদেরও কোভিড পরীক্ষা করানো হবে। সেই কারণে শ্রুতি মোদীর জিজ্ঞাসাবাদ বন্ধ করে দিয়ে, তাঁকে ফিরিয়ে দেওয়া হয় বলে খবর। প্রসঙ্গত, বুধবার সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী এবং ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহাকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল এনসিবির। যদিও এনসিবির ওই আধিকারিক করোনা পজিটিভ হওয়ার পর সব বন্ধ করে দেওয়া হয়।


সুশান্ত সিং রাজপুত এবং তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে মাদক কারবারী কিংবা পাচারকারীদের যোগ নিয়ে শ্রুতি মোদীকে প্রশ্ন করার কথা ছিল। পাশাপাশি সুশান্ত, রিয়ার মাদক সেবন কোন পর্যায়ে পৌঁছেছিল, তা নিয়েও শ্রুতি মোদীকে প্রশ্ন করা হত বলে খবর।