নিজস্ব প্রতিবেদন: ২০১৫ সাল থেকে ২০১৯। বিয়ের ৩ বছরের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটলেন  বলিউডের সেলিব্রিটি ডিজাইনার মাসাবা গুপ্তা। মধু মানটেনার সঙ্গে বিচ্ছেদ চেয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তার মেয়ে মাসাবা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মধু মানটেনার সঙ্গে বিচ্ছেদ নিয়ে বেশ কয়েকটি পোস্ট শেয়ার করেন বলিউডের সেলিব্রিটি ডিজাইনার (Masaba Gupta) মাসাবা। সেখানে তিনি স্পষ্ট জানান, মধু এবং তিনি আলোচনা করে তবেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। একে অপরের প্রতি তাঁদের যেমন ভরসা রয়েছে, তেমনি বন্ধুত্বও অটুট। কিন্তু নিজেদের জীবনকে নিজেদের মতো করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান Neena Guptaনীনা গুপ্তার মেয়ে।


আরও পড়ুন : বারাণসীতে সারা আলি খান, হাত জোড় করে বসলেন গঙ্গা আরতী দেখতে
প্রসঙ্গত ফ্যানটম ফিল্ম প্রোডাকশনের মালিক মধু মানটেনার সঙ্গে ২০১৫ সালে গাঁটছড়া বাঁধেন মাসাবা গুপ্তা। বিয়ের পর মাত্র ৩ বছরের দোড়গোড়ায় হাজির হয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেনে বি টাউনের এই জুটি। তবে জানা যাচ্ছে, ২০১৯ সালের সেপ্টেম্বরে মাসাবা এবং মধু (Mumbai) মুম্বইয়ের ব্যান্দ্রার পারিবারিক আদালতে বিচ্ছেদের মামলা দায়ের করেন। সেই অনুযায়ী, আদালত তাঁদের বেশ কিছুদিন আরও একসঙ্গে থাকার নির্দেশ দেয়। কিন্তু আদালতের দেওয়া নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মধু এবং মাসাবা দুজনেই নিজেদের সিদ্ধান্তে অনড়। ফলে শেষ পর্যন্ত ব্যান্দ্রার ওই পারিবারিক আদালত মাসাবা এবং মধুর বিচ্ছেদের মামলা গ্রহণ করে।


আরও পড়ুন : রণবীর শোরের সঙ্গে ভাঙছে বিয়ে, বিচ্ছেদের মামলা দায়ের করলেন অপর্ণা-কন্যা কঙ্কনা
এদিকে সম্প্রতি রণবীর শোরের সঙ্গে বিচ্ছেদের মামলা দায়ের করেন অপর্ণা সেনের মেয়ে কঙ্কনা সেনশর্মা। যা নিয়ে বলিউডে আরও একদফা জোর শোরগোল শুরু হয়ে যায়।