Ranbir-Alia: `আলিয়াকে বিয়ে করে ছেলে আমার বদলে গেছে`, প্রকাশ্যে মুখ খুললেন নীতু
বিয়ের পর কেমন কাটছে ছেলে-বৌমার দাম্পত্য জীবন? সম্প্রতি এবিষয়ে মুখ খুলেছেন শাশুড়ি মা নীতু কাপুর।
নিজস্ব প্রতিবেদন : সোনম, দীপিকা, ক্যাটরিনা, রয়েছে আরও কত নাম, একের পর এক প্রেম। শেষপর্যন্ত আলিয়ার সঙ্গে ৫ বছর সম্পর্কে থাকার পর গত এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। বান্দ্রার বাড়িতে একেবারেই পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া। বিয়ের পর কেমন কাটছে ছেলে-বৌমার দাম্পত্য জীবন? সম্প্রতি এবিষয়ে মুখ খুলেছেন শাশুড়ি মা নীতু কাপুর।
নীতু কাপুর বলেন, '"বিয়ের পর ছেলে আমার বদলে গিয়েছে, এমনকি আমাদের পারিবারিক জীবনই বদলে গিয়েছে।'' নীতুর কথায়, ''আমি আজ ভীষণ খুশি। আলিয়া রণবীরকে যেভাবে ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, তাতে রণবীরের মধ্যে একটা বদল দেখতে পাচ্ছি। ওঁরা একে অপরের সঙ্গে ভীষণ খুশি। আমি ভাগ্যবান যে রণবীর আমাদের পরিবারে এসেছে। ছেলের এখনও বিয়ে হল না, এখনও বিয়ে হল না বলে যে চিন্তা সব সময় মাথায় ঘুরত তা এখন আর নেই।''
আরও পড়ুন-কবে আসছে 'দাদা'র বায়োপিক? মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
বিরাট-অনুষ্কা, দীপিকা-রণবীর সিংয়ের মতো ধুমধামের সঙ্গে নয়, আলিয়া-রণবীরের বিয়েটা হয়েছে একেবারেই নিকট আত্মীয়দের উপস্থিতিতে। সবমিলিয়ে ছিলেন গোটা ৪০ জন অতিথি। নীতু কাপুরের কথায়, ''এটা হয়ত অনেকের কাছেই উদাহরণ হয়ে দাঁড়াবে। ঘটা করে, ধুমধাম সঙ্গে বিয়ের প্রয়োজন নেই, এমন একটি বিয়ের অনুষ্ঠান দরকার, যেখানে নব দম্পতি খুশি থাকবে, পরিবারের লোকজন ভালো করে আনন্দ করতে পারবে। আর তা না হলে বাইরে অতিথিদের খুশি করতেই সময় চলে যায়, নিজেদের মধ্যে আনন্দ করার সময় থাকে না।''
প্রসঙ্গত, খুব শীঘ্রই 'যুগ যুগ জিও' ছবির মাধ্যমে ফের পর্দায় ফিরছেন রণবীর কাপুর। ২৪ জুন মুক্তি পেতে চলেছে ছবিটি।