নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর টুইটার অ্যাকাউন্ট কি হ্যাক করা হয়েছে? এমনটাই সন্দেহ করছেন নেটিজেনদের একাংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজের টুইটার হ্যান্ডেল থেকে রিয়া বৃহস্পতিবারই একটি টুইট করেন। যেখান অমিত শাহ-কে উদ্দেশ্য করে রিয়া লেখেন, ''আমি সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। সুশান্তের আকষ্মিক মৃত্যুর ১ মাস পার হয়ে গিয়েছে। সরকারের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। তবুও ন্যায় বিচারের স্বার্থে আমি আপনার কাছে হাতজোড় করে অনুরোধ করছি, এই মামলায় CBI তদন্ত হোক।'' দ্বিতীয় টুইটে রিয়া আবারও লিখেছেন, ''আমি হাতজোড় করছি, এই মামলায় CBI তদন্তের ব্যবস্থা করা হোক। আমি জানতে চাই কীসের চাপে ও এমন পদক্ষেপ করেছে।'' 


আরও পড়ুন-'মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি', 'খতরো কে খিলাড়ি'তে ভয়ঙ্কর দুর্ঘটনার ভিডিয়ো শেয়ার করে বললেন তেজস্বী


 


আর এর পরই রিয়ার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছেন বলে মনে করছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, রিয়ার টুইটে লেখা ''সুশান্ত রাজপুত চক্রবর্তী'', কেউ আবার লিখেছেন ''সুশান্ত নামের বানান স্মল লেটারে কীভাবে লেখা হয়?'' কেউ দাবি করেছেন, ''মনে হয় রিয়ার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে'', কেউ আবার সরাসরি রিয়া প্রশ্ন করেছেন, ''এটা কি আদৌ তুমি? নাকি অন্য কেউ তোমার অ্যাকাউন্টে ঢুকে টুইট করছে?'' কারোর কথায়,''ইনস্টাগ্রাম পোস্টে যেখান সব বানান ঠিক আছে, তাহলে টুইটারে কীভাবে ভুল হতে পারে? ''


আরও পড়ুন-করোনা মোকাবিলায় মুম্বই পুলিসের সাহায্যার্থে ২৫হাজার ফেস শিল্ড দিলেন সোনু সুদ






আরও পড়ুন-রেস্তোরাঁর ঢঙে বাড়িতেই 'ক্যান্ডেল লাইট ডিনার' রাজ-শুভশ্রীর, ভাইরাল ভিডিয়ো


যদিও টুইট অ্যাকাউন্ট হ্যাক নিয়ে নেটিজেনরা বিভিন্ন কথা বললেন, রিয়া নিজে অবশ্য এনিয়ে মুখ খোলেননি। তবে কিছু নেটিজেনের কথায় এই ভুল নেহাতই টাইপিং মিস ছাড়া  আর কিছুই নয়।