'মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি', 'খতরো কে খিলাড়ি'তে ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ে বললেন তেজস্বী

শেয়ার করছেন তাঁর চোখে রক্ত জমাট বেঁধে যাওয়ার একটি ছবি। যা দেখে অনেকেই বিভিন্ন কমেন্ট করতে শুরু করেন।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 17, 2020, 02:53 PM IST
'মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি', 'খতরো কে খিলাড়ি'তে ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ে বললেন তেজস্বী

নিজস্ব প্রতিবেদন : 'খতরো কে খিলাড়ি' সিজন ১০ এ অংশ নিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েছিলেন অভিনেত্রী তেজস্বী প্রকাশ। অভিনেত্রী একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন বলা যায়। বৃহস্পতিবারই, নিজের ইনস্টাগ্রাম পোস্টে রিয়েলিটি শো চলাকালীন সেই দুর্ঘটনার সময়ের একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করেছেন তেজস্বী। সঙ্গে শেয়ার করছেন তাঁর চোখে রক্ত জমাট বেঁধে যাওয়ার একটি ছবি। যা দেখে অনেকেই বিভিন্ন কমেন্ট করতে শুরু করেন।

এবিষয়ে 'স্পট বয়-ই'-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খোলেন তেজস্বী প্রকাশ। তাঁর কথায়, ''আমাকে অনেকেই বলেছেন, যে আমি প্রতিযোগিতা জিততে পারতাম। কারণ, আমি এমন একজন, যে জীবনে কোনও কিছুর জন্যই অনুশোচনা করে না। আমি সবসময় এটা বিশ্বাস করি যে জীবনে যা কিছু হয় ভালোর জন্যই হয়। আমার বন্ধু আদা খান আমায় বলে, যে যখনই জীবনের পথে বড় কোনও সমস্যা আসে, তখন ঈশ্বর ছোট কিছু একটা করে সেই সমস্যা থেকে সরিয়ে নিয়ে যান। খতরো কে খিলাড়িতে আমার যাত্রাপথ মোটেও সহজ ছিল না। আমার চোখের এই ক্ষত সেরে উঠতে প্রায় ২ মাস সময় লেগে গিয়েছিল। আমাকে যখন ওয়াক্স করতে বলা হয়েছিল, আমার শরীরের অনেক জায়গা পুড়ে গিয়েছিল। ১ বছর কেটে যাওয়ার পরেও আমার পায়ে সেই পুড়ে যাওয়ার দাগ স্পষ্ট। ওই কষ্ট ভয়ঙ্কর।''

আরও পড়ুন-করোনা মোকাবিলায় মুম্বই পুলিসের সাহায্যার্থে ২৫হাজার ফেস শিল্ড দিলেন সোনু সুদ

 'খতরো কে খিলাড়ি' সিজন ১০-এর সেই দুর্ঘটনা প্রসঙ্গে তেজস্বী বলেন, ''আমার কাছে ওই অভিজ্ঞতা মৃত্যুর কাছ থেকে ফিরে আসা। আমি জলের মধ্যে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যখন আমাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হল, তখন জানতে পারলাম, চোখে আঘাত লাগার কথা। চিকিৎসক জানালেন, আমার চোখের মধ্যে রক্ত চলাচলের শিরা, উপশিরা পুড়ে গিয়েছে। এর পরে আর আমি দেশে ফিরতে পারতাম না। কারণ, বিমানে ওঠা নিষেধ হয়ে গিয়েছিল। বলা হয়েছিল বিমানের মধ্যে বায়ুর চাপ, চোখের আঘাত আরও বাড়াতে পারে। আমি কিছুদিন বিদেশেই ছিলাম, পরে শোয়ের অন্যান্য সঙ্গীদের সঙ্গে ফিরে এসেছিলাম।''

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

অনুরাগীদের উদ্দেশ্যে তেজস্বী বলেন, ''আমাকে আপনারা ফাইনাল পর্বে দেখতে পাবেন, তাই হতাশ হতে হবে না। সকলে আমার পোস্টের পর যে ভালোবাসা দেখিয়েছে, তাতে আমি অভিভূত। ''

আরও পড়ুন-রেস্তোরাঁর ঢঙে বাড়িতেই 'ক্যান্ডেল লাইট ডিনার' রাজ-শুভশ্রীর, ভাইরাল ভিডিয়ো

.