Urfi Javed, Yuvraj Walmiki, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : এবার হকি খেলোয়াড় যুবরাজ বাল্মীকির সঙ্গে প্রকাশ্যেই বাকযুদ্ধে জড়ালেন উর্ফি জাভেদ। সম্প্রতি, উর্ফির একটি ভিডিয়ো শেয়ার করে তাঁর দুবাইতে আটকে পড়ার খবর জানায় পাপারাৎজি। সেই ভিডিয়োর নিচে যুবরাজ বাল্মীকি মন্তব্য করে বসেন, ধন্যবাদ দুবাই, দয়া করে ওকে সবসময়ের জন্য ওখানেই রেখে দিন। আর এতেই বেজায় চটে গিয়ে যুবরাজের কাণ্ড ফাঁস করে বসেন উর্ফি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যুবরাজ বাল্মীকিকে পাল্টা আক্রমণ করে উর্ফি জাভেদ লেখেন, 'আমার পোশাক নিয়ে এত সমস্যা! অথচ ৯,৯৯৯ জন মেয়েকে পাঠানো মেসেজ আমায় ফরওয়ার্ড করেছিলেন।' এদিকে সংবাদমাধ্যমের তরফে যুবরাজকে প্রশ্ন করা হলে তিনি উর্ফিকে মেসেজ পাঠানোর কথা অস্বীকার করেন। বলেন, ' উর্ফির মাথাটা পুরো খারাপ হয়ে গিয়েছে, আমি এধরনের কোন কথাই ওকে বলিনি, তবে ও যেটা করেছে সেটা অসম্মান জনক। উর্ফির কাছে এধরনের মেসেজ থাকলে উনি তা শেয়ার করতে পারতেন। আমি ভাইরাল ভায়ানির পোস্টে কমেন্ট করেছিলাম, যাতে ওকে নিয়ে প্রচার বন্ধ হয়। কাউকে নিয়ে মন্তব্য করার আমি কেউ নই। তবে কোথায় কী পরা যায় তা জানা উচিত। দীপিকা পাড়ুকোন নিশ্চয় বিকিনি পরে সাংবাদিক সম্মেলন করবেন না!'


এরপরই যুবরাজের মেসেজের স্ক্রিনশট প্রকাশ্যে আনেন উর্ফি জাভেদ। যেখানে দেখা যায়, যুবরাজ তাঁকে প্রশ্ন করেছেন, 'তোমার সমস্যাটা কোথায়?' 'তুমি কী পরেছো, তা নিয়ে আমি কি কখনও প্রকাশ্যে আক্রমণ করেছি?' তার উত্তরে উর্ফি বলেন, 'অল্পবয়সী মেয়েদের তুমি যে মেসেজ পাঠাও তার স্ক্রিনশট আমার কাছে আছে। তাই প্রকাশ্যে মেয়েদের অপমান করা বন্ধ করুন। ' 



ছবি সৌজন্য : ফ্রি প্রেস জার্নাল



ছবি সৌজন্য : ফ্রি প্রেস জার্নাল



ছবি সৌজন্য : ফ্রি প্রেস জার্নাল



ছবি সৌজন্য : ফ্রি প্রেস জার্নাল


প্রসঙ্গত, সম্প্রতি দুবাইতে শ্যুটিংয়ে গিয়ে বিপাকে পড়েন উর্ফি জাভেদ। উর্ফির এক ঘনিষ্ঠ জানিয়েছিলেন, ‘তাঁর বানানো একটি পোশাক পরে ইনস্টাগ্রামের জন্য শ্যুট করছিলেন অভিনেত্রী, যা দুবাই পুলিসের মতে একটু বেশিই খোলামেলা। যদিও সেই পোশাক নিয়ে দুবাই পুলিসের কোনও আপত্তি নেই।’ উর্ফি ঘনিষ্টর দাবি ছিল, ‘তাঁদের আপত্তি যে জায়গায় উর্ফি এই পোশাক পরে শ্যুট করছিলেন, সেটি একটি ওপেন এরিয়া। সেখানে ঐ পোশাক পরার বা শ্যুট করার অনুমতি নেই। তাঁকে আটক করে ইতমধ্যেই পুলিস জিজ্ঞাসাবাদ করছে। দেখা যাক কী হয়!’  যদিও উর্ফির দাবি ছিল, ‘পুলিস তাঁকে আটক করেননি। ঐ লোকেশন নিয়ে কিছু সমস্যা ছিল। ঐ পাবলিক প্লেসে আগে শ্যুটিংয়ের অনুমতি ছিল। কিন্তু প্রোডাকশন টিম একটু বেশি সময় নিয়ে নেয়, সেই কারণেই পুলিস এসে শ্যুটিং বন্ধ করে দেয়।’  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)