নিজস্ব প্রতিবেদন : করণ মেহরার পর তাঁর বিরুদ্ধে পাল্টা মুখ খুললেন অভিনেত্রী স্ত্রী নিশা রাওয়াল। মারধরের অভিযোগ আনার পর নিশার দাবি, তাঁর স্বামী করণ মেহরার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঠিক কী বলেছেন নিশা রাওয়াল?


মঙ্গলবার, সাংবাদিক সম্মেলন করে নিশা রাওয়াল দাবি করেন, ''আমি করণের ভাবমূর্তি নষ্ট করতে চাইনি। কয়েকমাস আগে আমি করণের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারি। এমনকি ওদের শারীরিক সম্পর্কও রয়েছে বলে জানতে পেরেছি। তবে বিয়ে বাঁচিয়ে রাখার জন্য বিষয়টি উপেক্ষা করেছিলাম। কারণ, আমি করণ এবং ওর বাবা-মাকেও ভালোবাসি। '' এই ঘটনায় নিশার পাশে দাঁড়িয়েছেন টেলি অভিনেত্রী কাশ্মীরা শাহ ও রোহিত বর্মা। 


আরও পড়ুন-Nisha বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত, ও নিজেই নিজেকে আঘাত করেছে, মুখ খুললেন Karan


এদিকে জামিনে ছাড়া পাওয়ার পর অভিনেতা করণ মেহারা দাবি করেছেন, তিনি তাঁর স্ত্রীর গায়ে হাত তোলেননি। নিশা নিজেই নিজের মাথায় আঘাত করেছেন।  'ইয়ে রিস্তা কেয়া কহলাতা হ্যায়'-অভিনেতার আরও দাবি, তাঁর স্ত্রী নিশা রাওয়াল বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত। তাই তিনি কখন কী করেন তার ঠিক থাকে না।